shono
Advertisement

সেনা-জঙ্গি গুলির লড়াই, উপত্যকায় নিকেশ ৪ জেহাদি

প্রচুর পরিমাণ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে৷ The post সেনা-জঙ্গি গুলির লড়াই, উপত্যকায় নিকেশ ৪ জেহাদি appeared first on Sangbad Pratidin.
Posted: 02:31 PM Dec 29, 2018Updated: 02:31 PM Dec 29, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও উপত্যকায় বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা৷ শুক্রবার পুলওয়ামায় একজন জেহাদিকে খতম করা হয়৷ ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আবারও চারজন জঙ্গিকে নিকেশ করল যৌথ বাহিনী৷ নিকেশ হওয়া ওই জঙ্গিদের পরিচয় এখনও জানা যায়নি৷ তবে তাদের কাছ থেকে প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে৷

Advertisement

[সেনার তৎপরতায় প্রাণ বাঁচল নাথুলায় আটকে থাকা ২৫০০ পর্যটকের]

পুলওয়ামার হাজিন পাইন রাজপুরায় পাহাড়ের কোলে জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে খবর পায় সেনাবাহিনী৷ সেই অনুযায়ী শুক্রবার সকাল থেকেই পুলওয়ামার নিরাপত্তা বাড়ানো হয়েছে৷ ওইদিন এক জঙ্গিকে নিকেশও করা হয়েছে৷ শনিবার আবারও সেনার কাছে গোপন সূত্রে খবর আসে যে ওই এলাকায় এখনও ঘাপটি মেরে বসে রয়েছে বেশ কয়েকজন জেহাদি৷ সেই অনুযায়ী রাষ্ট্রীয় রাইফেলস, স্পেশ্যাল অপারেশন গ্রুপ, জম্মু-কাশ্মীর পুলিশ ও সিআরপিএফ জওয়ানরা ওই এলাকায় তল্লাশি চালায়৷ নির্দিষ্ট জায়গায় যৌথ তল্লাশি বাহিনী পৌঁছানোর আগেই শুরু হয় গুলিবর্ষণ৷ ঘাপটি মেরে বসে থাকা জঙ্গিদের গুলির পালটা জবাব দেয় যৌথ বাহিনী৷ শুরু হয় দু’পক্ষের গুলির লড়াই৷ রাতভর ধরে চলে গোলাগুলি বর্ষণ৷

[খরচ কমাতে সক্রিয় সৈন্যসংখ্যা কমানোর পরামর্শ কেন্দ্রীয় কমিশনের]

শনিবার সকালে ওই এলাকা থেকে চার জঙ্গির দেহ উদ্ধার করা হয়৷ সেনা সূত্রে খবর, শুক্রবার রাতভর চলা গুলির লড়াইয়ে খতম হয়েছে ওই চার জঙ্গি৷ তাদের নাম এখনও জানা যায়নি৷ কোন জঙ্গি সংগঠনের সঙ্গেই বা তারা জড়িত ছিল, তাও খতিয়ে দেখছে যৌথবাহিনী৷ নিকেশ হওয়া জেহাদিদের কাছ থেকে প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে৷ সেনা সূত্রে খবর, উদ্ধার হওয়া ওই অস্ত্রশস্ত্রগুলি প্রযুক্তিগত দিক দিয়ে যথেষ্টই অত্যাধুনিক৷

[অগস্টায় বাধ্য হন মনমোহন, বিস্ফোরক তথ্য ফাঁস মিশেলের চিঠিতে]

শুক্রবার থেকে চলা জঙ্গি নিকেশ অভিযানের জেরে বন্ধ রয়েছে এলাকার ইন্টারনেট পরিষেবা৷ সেনার তরফে গোটা এলাকায় কড়া সতর্কতা জারি করা হয়েছে৷

The post সেনা-জঙ্গি গুলির লড়াই, উপত্যকায় নিকেশ ৪ জেহাদি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement