shono
Advertisement

আইফোনের লক খুলে মায়ের প্রাণ বাঁচাল চার বছরের খুদে

কেমন করে ৪ খুদেটি এই অসাধ্য সাধন করল, জানলে অবাক হয়ে যাবেন৷ The post আইফোনের লক খুলে মায়ের প্রাণ বাঁচাল চার বছরের খুদে appeared first on Sangbad Pratidin.
Posted: 05:04 PM Mar 24, 2017Updated: 11:34 AM Mar 24, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স মাত্র চার৷ ভাল করে কথাও ফোটেনি৷ এই বয়সেই ব্রিটিশ সংবাদমাধ্যমের শিরোনামে ছোট্ট রোমান৷ এমন কাণ্ড করেছে, যা অনেক বড়-বুড়োদের পক্ষেই করা সম্ভব নয়৷ মায়ের আইফোনের লক খুলে তাঁর প্রাণ বাঁচিয়েছে খুদে এই ব্রিটিশ বালক৷

Advertisement

[দেশের একটি বিষয় নিয়েই সবচেয়ে বেশি লজ্জিত অক্ষয় কুমার]

ঘটনাটি ঘটেছে মার্চ মাসের সাত তারিখে৷ দক্ষিণ লন্ডনের বাড়িতে নিজের ভাই-বোনের সঙ্গে খেলা করছিল রোমান৷ আচমকা অজ্ঞান হয়ে পড়ে যান তাঁর মা৷ যে পরিস্থিতি বড়দেরই বুদ্ধি কাজ করে না, সেই পরিস্থিতেই উপস্থিত বুদ্ধি কাজে লাগায় চার বছরের খুদে৷ মায়ের আঙুল ছুঁইয়ে তাঁর আইফোনের লক খোলে সে৷ তারপর সেখান থেকে অ্যাপের মাধ্যমে ব্রিটেনের আপৎকালীন নম্বর ৯৯৯-এ ফোন করে৷ অপারেটর যখন তাঁর কাছে জানতে চান কী হয়েছে, রোমানের উত্তর ছিল তার মায়ের মৃত্যু হয়েছে৷ খুদের মুখে এই উত্তর শুনে অপারেটর আবার প্রশ্ন করেন৷ কী করছে তার মা? তার উত্তরে রোমান বলে, মা শুয়ে আছে৷ চোখ দু’টো বন্ধ৷ আর নিঃশ্বাসও নিচ্ছে না৷ রোমানের উত্তর শুনে মিনিট পনেরোর মধ্যেই এসে পৌঁছয় উদ্ধারকারী দল৷ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁর মাকে৷ জ্ঞান ফিরিয়ে আনা হয় তাঁর৷ আপাতত তিনি সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে৷

ছোট্ট রোমানের এই কীর্তিতে বিস্মিত হওয়ার পাশাপাশি গর্বিতও তার পরিবার৷ সঠিক শিক্ষা ছোট থেকেই মানুষকে কতটা পরিণত করে তোলে, রোমান তার অন্যতম উদহরণ বলে মনে করছেন সকলে৷

[সাবধান! আধার না থাকলে এবার বিকল হয়ে যাবে আপনার ফোনও]

The post আইফোনের লক খুলে মায়ের প্রাণ বাঁচাল চার বছরের খুদে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার