কলহার মুখোপাধ্যায়: পুজোর মুখে বাগুইআটি থানার সহযোগিতায় জ্যাংরা থেকে দুটি হাতির দাঁত-সহ ৭ জনকে গ্রেপ্তার করল বনদপ্তরের ক্রাইম কন্ট্রোল ব্যুরো। অনুমান, বেঙ্গালুরু থেকে কলকাতায় (Kolkata) আনা হয়েছিল দাঁতদুটি। যার আনুমানিক বাজার দর ৩০ লক্ষ টাকা।
জানা গিয়েছে, কিছুদিন আগেই বনদপ্তরের ক্রাইম কন্ট্রোল ব্যুরোর কাছে খবর যায়, বাগুইআটির জ্যাংরায় রয়েছে বহুমূল্য হাতির দাঁত। এরপরই সন্দেহভাজনদের উপর নজরদারি শুরু করা হয়। সুযোগ বুঝে ক্রেতা সেজে পাচারচক্রের সঙ্গে যোগাযোগ করে তদন্তকারীরা। কথা পাকা হতেই এদিন বাগুইআটি থানার সহযোগিতায় ক্রেতা হিসেবে জ্যাংরার একটি বাড়িতে চড়াও হয় ক্রাইম কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা। সেখান থেকে গ্রেপ্তার ও আটক করা হয় ৭ জনকে। পুলিশের অনুমান, ধৃতদের মধ্যে ৩ জন ক্রেতা।
[আরও পড়ুন: প্রাক্তন বনাম বর্তমান, দলীয় কর্মসূচি ঘিরে ফের প্রকাশ্যে বীরভূমের বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব]
কোথা থেকে এল ওই হাতির দাঁত? তদন্তকারীদের অনুমান, বেঙ্গালুরু থেকে ট্রেনে করে কলকাতা আনা হয়েছিল দাঁত দুটি। উদ্দেশ্য ছিল অন্যত্র পাচার। কিন্তু তার আগেই বিষয়টি বনদপ্তরের কানে যাওয়ায় শেষ রক্ষা হল না। জানা গিয়েছে, এর পিছনে আর কার কার যোগ রয়েছে, কী পরিকল্পনা করে কলকাতায় আনা হয়েছিল দাঁতগুলি, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা করছে পুলিশ।