অরিজিৎ গুপ্ত, হাওড়া: আর পাঁচটা কিশোরের মতো নয়। বয়সের তুলনায় কিছুটা শান্ত ও অন্তর্মুখী ছিল সে। সোমবার রাতে নিজের বাড়িতেই আত্মহত্যা করল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়া। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার বালির নিশ্চিন্দায়। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে নিশ্চিন্দা থানার পুলিশ। কিন্তু, কী কারণে আত্মহত্যা করল ওই কিশোর? তা স্পষ্ট নয়। হতবাক বাড়ির লোকেরা। এলাকায় শোকের ছায়া।
[সরকারি চাকুরের ছদ্মবেশে নিষিদ্ধ মাদক পাচার, যাদবপুরে ধৃত ১]
মৃত ওই কিশোরের নাম প্রীতম বিশ্বাস। বাড়ি নিশ্চিন্দার দেওয়ান চক এলাকায়। বেলুড়ের একটি বেসরকারি ইংরেজি মাধ্যমে স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল প্রীতম। পরিবারের লোকেরা জানিয়েছেন, খুবই শান্ত ও অন্তর্মুখী স্বভাবের ছিল ওই কিশোর। সহজে মুখ ফুটে কিছু বলত না সে। তার মনের ভিতর কী চলছে, তা বোঝাও যেত না। সোমবার রাতে নিজের ঘরে দরজা বন্ধ করে টিভি দেখছিল প্রীতম। ১১টা নাগাদ তাকে খাওয়ার জন্য ডাকেন পরিবারের লোকেরা। কিন্তু, প্রচুর ডাকাডাকি করেও সাড়া মেলেনি। ঘরের দরজার ভাঙার সিদ্ধান্ত নেন বাড়ির লোকেরা। দরজা ভেঙে ঘরে ঢুকে ওই কিশোরের ঝুলন্ত দেহ দেখতে পান তাঁরা। তড়িঘড়ি প্রীতমকে নামিয়ে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। কিন্তু, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। খবর দেওয়া হয় নিশ্চিন্দা থানায়। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ছেলের মৃত্যুতে হতবাক বাড়ির লোকেরা। এলাকায় শোকের ছায়া।
[নেটদুনিয়ায় ভাইরাল তরুণীর শাঁখা-সিঁদুর পরা ছবি, ভুয়ো পোস্টে ভাঙল বিয়ে]
বাড়ির লোক তো বটেই, প্রাথমিক তদন্তে পুলিশও একপ্রকার নিশ্চিত, যে প্রীতম বিশ্বাস আত্মহত্যাই করেছে। কিন্তু, কেন? তা নিয়ে ধন্দে তদন্তকারীরা। ছেলে কেন চরম পথ বেছে নিল, তা বুঝতে পারছেন না মৃতের বাড়ির লোকেরাও।
[বিপদ থেকে কীভাবে বাঁচতে হবে? স্কুল পড়ুয়াদের শেখাল কসবা থানার পুলিশ]
The post বাড়িতেই আত্মঘাতী ষষ্ঠ শ্রেণির ছাত্র, চাঞ্চল্য বালিতে appeared first on Sangbad Pratidin.