shono
Advertisement

কলকাতা পুলিশের নামে ম্যারাথনের ভুয়ো বিজ্ঞাপন, শুরু তদন্ত

ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। The post কলকাতা পুলিশের নামে ম্যারাথনের ভুয়ো বিজ্ঞাপন, শুরু তদন্ত appeared first on Sangbad Pratidin.
Posted: 04:41 PM Dec 28, 2019Updated: 04:42 PM Dec 28, 2019

অর্ণব আইচ: কলকাতা পুলিশের নাম করে হাফ ম্যারাথন আয়োজনের মিথ্যা বিজ্ঞাপন দেওয়ার অভিযোগ উঠল একটি সংস্থার বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে আসতেই কলকাতা পুলিশের তরফে সাফ জানানো হয়েছে,  এ বছর তাঁদের তরফ থেকে কোনও ম্যারাথনের আয়োজন করা হয়নি। 

Advertisement

সূত্রের খবর, ওই সংস্থার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের আওতায় মামলা রুজু হয়েছে। হঠাৎ কেন তারা সরাসরি এ ধরনের বিজ্ঞাপন দিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। কলকাতা পুলিশের অনুমতি না নিয়ে তাদের নাম কেন ব্যবহার করা হল, তা জানতে তদন্ত শুরু হয়েছে।

[আরও পড়ুন: ১৮ ঘণ্টার চেষ্টায় ব্যর্থ দমকল, শেষমেশ কুয়ো মিস্ত্রির সাহায্যে বাঁশদ্রোণীতে উদ্ধার যুবকের দেহ]

শীতের শুরুতে প্রায় প্রতিবছরই শহরে এই ধরনের হাফ ম্যারাথনের আয়োজন করে কলকাতা পুলিশ। এবছর তেমনি এক প্রতিযোগিতার খবর ছড়িয়ে পড়ে শহরে। প্রতিযোগিতার বিজ্ঞাপনে ব্যবহার করা হয় কলকাতা পুলিশের নামও। কিন্তু সেই বিজ্ঞাপন সম্পূর্ণ মিথ্যে, বিজ্ঞপ্তি জারি করে শুক্রবার এমনটাই জানাল কলকাতা পুলিশ। তাঁদের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে এমন কোনও ম্যারাথনের আয়োজন করেনি পুলিশ। তবে কেন এই ধরণের ভুয়ো বিজ্ঞাপন দেওয়া হল? ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত, তাদের বিশেষ কোনও উদ্দেশ্য রয়েছে কি না তা জানার চেষ্টা চলছে বলে সূত্রের খবর।

The post কলকাতা পুলিশের নামে ম্যারাথনের ভুয়ো বিজ্ঞাপন, শুরু তদন্ত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement