সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'মোদি গেলে আদানি যাবে'। লোকসভা ভোটে কংগ্রেসের 'কামব্যাকে'র পরে বলেন আত্মবিশ্বাসী রাহুল গান্ধী (Rahul Gandhi)। রাজনৈতিক কচকচির বাইরে শেয়ার বাজারেও সেই প্রতিফলন দেখা গেল। মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর দেখা যায়, মোদি জিতলেও ইভিএম-এ প্রত্যাশিত গেরুয়া ঝড় ওঠেনি। এর পর বিরাট পতন দেখা যায় শেয়ার বাজারে। আদানি গ্রুপের (Adani Group) স্টকেও প্রভাব পড়ে। বিপুল হারে কমে সংস্থার বাজার মূলধন। বুধবার এনডিএ জোট মোদিকে নেতা ঘোষণা করেছে। তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে চলেছেন নমো। এদিন আদানি গ্রুপের একাধিক সংস্থাও শেয়ার বাজারে ভালো ফল করল। লাভের মুখ দেখল কম করে ওই গ্রুপের দশটি কোম্পানি।
ভোটের ফল প্রকাশের দিন ট্রেডিং সেশনে ৩.৬৫ লক্ষ কোটি টাকা কমে যায় আদানি গ্রুপের বাজার মূলধন (Adani Stocks)। গ্রুপের বাজার মূলধন ৩,৬৩,৯৫৮ লক্ষ কোটি টাকা থেকে কমে দাঁড়ায় ১৫.৭৮ লক্ষ কোটি টাকা। একইভাবে হু হু করে পড়েছে আদানি গ্রুপের স্টকের দামও। প্রভাব পড়ে আদানি পোর্টস, আদানি পাওয়ার লিমিটেড, অম্বুজা সিমেন্টস, এসিসি, আদানি টোটাল গ্যাস, আদানি উইলমার এবং এনডিটিভির বাজার মূলধনে।
[আরও পড়ুন: আসন কমতেই মোদি-শাহর ‘কর্তৃত্ব’ নিয়ে ক্ষোভ অন্দরে, অসন্তুষ্ট আরএসএসও!]
বুধবার ঠিক উলটো ঘটনা দেখা গেল। আদানি গ্রুপের দশটি সংস্থা লাভজনক অবস্থায় পৌঁছল। বাজারে ব্যাপক মার খাওয়ার পরদিনই উত্থান হল তাদের। আদানি গ্রিন এনার্জি পৌঁছল ১১.০১ শতাংশে, আদানি বন্দর এবং রেল ছুঁল ৮.৫৯ শতাংশ, আম্বুজা সিমেন্টস পৌঁছল ৭.৪৭ শতাংশে, আদানি এন্টারপ্রাইজ ছুঁল ৬.০২শতাংশ। এছাড়াও এসিসি ৫.২০ শতাংশ, এডিটিভি ৩.২৬ শতাংশ, আদানি টোটাল ক্লামড ২.৬৭ শতাংশ, আদানি উইলমার অ্যাডভান্সড ০.৭৭ শতাংশ এবং আদানি পাওয়ার পৌঁছল ০.৩২ শতাংশে। সব মিলিয়ে দিনের শেষে আদানি গ্রুপের নয়টি কোম্পানির বাজার মূলধন ১৫৫৭৭৬৫.৪৩ কোটি টাকাতে থামল।
[আরও পড়ুন: শূন্য হাতে হতাশ সিপিএমের মনে হরেক প্রশ্ন]
প্রসঙ্গত, মঙ্গলবার লোকসভা ভোটের ফল প্রকাশের পর দেখা যায় এনডিএ জিতেছে ২৯২ আসন। ইন্ডিয়া জোট ২৩৪ আসন। এর মধ্যে কংগ্রেস জিতেছে ৯৯টি আসনে। এর পরই আত্মবিশ্বাসী রাহুল গান্ধী সাংবাদিক বৈঠকে বলেন, ‘এই ভোটে ইন্ডিয়া জোট ও কংগ্রেস পার্টি শুধু কোনও রাজনৈতিক দলের বিপক্ষে নয়, এই লড়াই ছিল সংবিধান বাঁচানোর লড়াই।' এর পরই বলেন, ‘দেখলেন একটা ব্যাপার, জনতা আদানির সঙ্গে মোদিকে সরসারি সম্পর্ক স্থাপন করে। জনতা জানে মোদিজি গেলে আদানিও যাবে।' শেয়ার বাজার যেন রাহুল এই বক্তব্যের আয়না হয়ে উঠল।