সংবাদ প্রতিদিন ডিজিটাজল ডেস্ক: ঘুষকাণ্ড নিয়ে রাজনৈতিক ডামাডোলের মাঝেই এবার আদানিদের সঙ্গে চুক্তি ইন্ডিয়া জোটের শরিকদল সিপিএমের। কেরলে আন্তর্জাতিক বন্দর নির্মাণের জন্য আদানি গোষ্ঠীকে বরাত দিল কেরল সরকার। বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ্যে এনেছেন খোদ মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। অনুমান করা হচ্ছে, আগামী মাসেই বন্দর নির্মাণের প্রথম ধাপের কাজ শুরু হয়ে যাবে।
এই চুক্তি প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী বিজয়ন লেখেন, 'ভিজিনজাম বন্দর নির্মাণের জন্য আদানি পোর্ট লিমিটেডের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছি। ৫ বছরের জন্য এই চুক্তির প্রথম ধাপের কাজ আগামী ডিসেম্বরের মধ্যেই শুরু হবে। চুক্তির দ্বিতীয় ও তৃতীয় ধাপ ২০২৮ সালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে ওই বন্দরের ক্ষমতা বাড়াতে। বর্তমানে এই বন্দরের ক্ষমতা ১০ লক্ষ টিইউই, তা বাড়িয়ে করা হবে ৩০ লক্ষ টিইউই তিনি আরও বলেন, এই এই চুক্তি আর্থিক উন্নতির পাশাপাশি আন্তর্জাতিক যোগাযোগ আরও উন্নত হবে।'
তবে চুক্তি সম্পন্ন হলেও বিতর্ক পিছু ছাড়ছে না। তার যথেষ্ট কারণও রয়েছে। এমনিতে আদানিদের মতো শিল্পপতিদের পুঁজিবাদের প্রতীক হিসেবে দেখে সিপিএম। বামেদের ভাষায় যারা হলেন 'শ্রেণিশত্রু'। অন্যদিকে আবার আদানিদের বিরুদ্ধে ঘুষকাণ্ডের অভিযোগ তুলেছে আমেরিকা। যা হাতিয়ার করে মোদি সরকার তথা আদানিদের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী দলগুলি। সংসদেও বিজেপি সরকারকে চাপে ফেলতে এই ইস্যু হাতিয়ার করেছে ইন্ডিয়া জোট। পরিস্থিতি এতটাই গুরুতর আকার নিয়েছে যে বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য আদানি গোষ্ঠীর ১০০ কোটি টাকা ফিরিয়ে দিয়েছে তেলেঙ্গানার রেবন্ত রেড্ডির সরকার। সেখানে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক কেরলের বাম সরকারের এই চুক্তি নিশ্চিতভাবে অস্বস্তিতে ফেলবে বিরোধী শিবিরকে। একইসঙ্গে প্রশ্নের মুখে বামেদের নীতিও।
উল্লেখ্য, আদানি গোষ্ঠীর সঙ্গে বিজয়ন সরকারের চুক্তি এমন সময় প্রকাশ্যে এল যখন এই সংস্থার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে আমেরিকা। অভিযোগ অন্যায় ভাবে ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে ভারত সরকারের আধিকারিকদের ২৬৫ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছে আদানি। ভারতীয় মুদ্রায় যা ২২০০ কোটি টাকারও বেশি। ওই প্রকল্পের বরাত পেতে মরিয়া আদানি গোষ্ঠী ভারত সরকারের আধিকারিকদের প্রভাবিত করার চেষ্টা করেছেন। বরাত পেলে আগামী ২০ বছরে ২০০ কোটি মার্কিন ডলার লাভের মুখ দেখত আদানি গোষ্ঠী। গৌতম আদানির পাশাপাশি তাঁর ভাইপো সাগরও এই মামলায় অভিযুক্ত।