সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবারই পথবাসীদের ডেকে নিজের বাড়িতে লঙ্গর দিয়েছিলেন। নৈশভোজের আয়োজনে নিজে দাঁড়িয়ে থেকে তো বটেই, এমনকী নিজহাতে দুস্থদের খাবার পরিবেশন করতে দেখা গিয়েছে অক্ষয় কুমারকে (Akshay Kumar)। অভিনেতার সেই মানবিক উদ্যোগ যখন সোশাল পাড়ার চর্চায়, তখন বৃহস্পতিবার হাজি আলি দরগায় গিয়ে মাথা ঠেকিয়ে ১.২১ কোটি টাকা প্রণামী দিলেন খিলাড়ি কুমার।
কেরিয়ারে বেশ দুঃসময়ের মধ্যে দিয়েই যাচ্ছেন অক্ষয়। গত তিন বছরে হিটের মুখ পর্যন্ত দেখেননি! একের পর এক সিনেমা ফ্লপ। বক্স অফিসে কিছুতেই ম্যাজিক দেখাতে পারছেন না তিনি। যে অক্ষয়ের হাত ধরে একের পর এক ব্লকবাস্টার দেখেছে বলিউড, সেই অক্ষয়ের ছবি একেবারেই চলছে না। এর আগে কেরিয়ারে একটানা ১৬টি ফ্লপের মুখ দেখেছিলেন তিনি। সেই সংখ্যা অবশ্য এবার এখনও ছুঁতে পারেনি। তবে বর্তমানে খিলাড়ি বেশ ধর্মে-কর্মে মন দিয়েছেন। মানবসেবায় নিয়োজিত অক্ষয়ের মানবিক মুখ এর আগেও দেখা গিয়েছে। এবার কখনও লঙ্গরসেবায় দেখা যাচ্ছে তো কখনও বা আবার হাজি আলি দরগায় আশীর্বাদ নিতে ছুটে যাচ্ছেন তিনি।
[আরও পড়ুন: সম্পন্ন বাগদান, দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে নাগা চৈতন্য, বউমা শোভিতাকে পরিবারে স্বাগত নাগার্জুনার]
বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের হাজি আলি দরগায় গিয়েছিলেন অক্ষয়। নতুন ছবি 'খেল খেল মে' মুক্তির আগে পুণ্যলাভের আশাতেই সম্ভবত গিয়েছেন দরগায়। জানা গিয়েছে, দরগা চত্বর ঘুরে দেখার পর মসজিদ কর্তৃপক্ষর সঙ্গেও কথা বলেছেন তিনি। সেখানেই দরগার সংস্করণের জন্য ১.২১ কোটি টাকা অনুদানের কথা জানান অক্ষয় কুমার। মসজিদের সংস্করণ চলছিলই, সেখানে ঘুরে দেখার পরই একটা বড় অংশের টাকা দেওয়ার প্রস্তাব রাখেন তিনি। পদ্মশ্রী অক্ষয় কুমারকে প্রকৃত মুম্বইয়ের নাগরিক বলে সম্বোধন করেন হাজি আলি দরগা কর্তৃপক্ষের মহম্মদ আহমেদ তাহের। তাঁদের সঙ্গেই দরগায় গিয়ে প্রয়াত মা-বাবার জন্য অভিনেতা প্রার্থনা করেছেন বলেও জানান তিনি। শুধু তাই নয়, দেশ ও দশের মঙ্গলসাধনের পাশাপাশি যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে, সেই প্রার্থনাও করেছেন তিনি। এর আগে রামমন্দির নির্মাণের জন্য ৩ কোটি টাকা অনুদান দিয়েছিলেন অক্ষয় কুমার।