shono
Advertisement

Anubrata Mandal: গরুপাচার কাণ্ডে CBI তলবের দিনই এসএসকেএমে অনুব্রত মণ্ডল

আপাতত শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে তাঁর।     
Posted: 11:23 AM Apr 06, 2022Updated: 01:40 PM Apr 06, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিবিআই হাজিরার দিনই এসএসকেএম হাসপাতালে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। উডবার্ন  ব্লকে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। ২১১ নম্বর কেবিনে রয়েছেন তৃণমূল নেতা। তাঁর চিকিৎসায় ৮ সদস্যের মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। আপাতত চলছে শারীরিক পরীক্ষা নিরীক্ষা। বুধবার নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে যাওয়ার কথা ছিল অনুব্রতর। তবে চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে সোজা এসএসকেএম হাসপাতালে যান তিনি।  

Advertisement

মঙ্গলবার সন্ধেয় কলকাতায় পৌঁছন অনুব্রত মণ্ডল। চিনার পার্কের বাড়িতে রাত কাটান। বুধবার সকালে মিনিট দশেক আইনজীবী সঞ্জীবকুমার দাঁ’র সঙ্গে কথা বলেন। উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলেন খোদ তৃণমূল নেতার আইনজীবী। এরপর এদিন সকালে আইনজীবীর সঙ্গে কথা বলার পর চিনার পার্কের বাড়ি থেকে বেরন। সিবিআই তলবে সাড়া দিয়ে নিজাম প্যালেসে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। তবে শেষমেশ নিজাম প্যালেসের পরিবর্তে এসএসকেএম হাসপাতালে যান অনুব্রত মণ্ডল। দীর্ঘদিন ধরেই দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতার বুকে সমস্যা রয়েছে। শ্বাসকষ্টজনিত কিছু সমস্যাও রয়েছে তাঁর। মঙ্গলবার সন্ধেয় পেটের সমস্যাও দেখা যায়। আপাতত তাঁর শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে।     

[আরও পড়ুন: এপ্রিলেই হাজার কোটি টাকা ছাড়াচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ঋণের অঙ্ক, উপকৃত বহু পড়ুয়া]

উল্লেখ্য, গরুপাচার (Cow Smuggling) মামলায় গত ১৪ ফেব্রুয়ারি সিবিআই (CBI) প্রথম তলব করেছিল অনুব্রত মণ্ডলকে। নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। তবে সেদিনও হাজিরা এড়িয়ে যান ‘কেষ্টদা’। পরে ২৫ ফেব্রুয়ারি আরেকটি নোটিস পাঠিয়ে তলব করা হয়েছিল। ওইদিন তিনি রুটিন চেক আপের জন্য হাসপাতালে ভরতি হন। ফলে নিজাম প্যালেসে তিনি যাননি। এরপর গত ৪ মার্চ ফের অনুব্রতকে নোটিস পাঠানো হয় সিবিআইয়ের তরফে। ১৫ মার্চ তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। এরই মাঝে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) সিঙ্গল বেঞ্চে রক্ষাকবচের আবেদন করেন অনুব্রত।

শরীর অসুস্থ হওয়ায় বোলপুর থেকে কলকাতায় (Kolkata) এসে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে অংশগ্রহণ করা সম্ভব নয় বলেই দাবি অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal)। বোলপুরে জিজ্ঞাসাবাদ করা হলে সম্পূর্ণভাবে সহযোগিতার কথাও জানান। পালটা যুক্তি হিসেবে সিবিআইয়ের আইনজীবীরা জানান, অসুস্থ শরীর নিয়ে অনুব্রত মণ্ডলকে জেলার বাইরে নানা রাজনৈতিক কর্মসূচিতে হাজির হতে দেখা যাচ্ছে। শুধু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে হাজিরা দিতেই অসুবিধা? এই প্রশ্নও তোলা হয় সিবিআইয়ের তরফে। দু’পক্ষের সওয়াল-জবাবের পর গত ১১ মার্চ অনুব্রত মণ্ডলের রক্ষাকবচের আরজি খারিজ করে দেয় হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ। এরপর বুধবার তাঁকে তলব করে সিবিআই।

[আরও পড়ুন: ছুরি হাতে দৌড়, বাধা দিলেই এলোপাথাড়ি আঘাত যুবকের, কল্যাণী স্টেশনে রক্তারক্তি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement