অর্ণব আইচ: খাস কলকাতায় ফের খুন। অ্যাপ ক্যাব চালককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল তাঁর দুই বন্ধুর বিরুদ্ধে। পার্ক সার্কাস (Park Circus) ময়দানের সামনে থেকে ওই যুবককে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। বেনিয়াপুকুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ধারাল কোনও অস্ত্র দিয়ে খুন করা হয়েছে বলেই অভিযোগ। এই ঘটনায় নিহতের ওই দুই বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের জেরা করে খুনের কারণ স্পষ্ট হবে বলেই মনে করা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, নিহত যুবকের নাম শেহনবাজ ফরিদ। তিনি কড়েয়া থানা এলাকার বাসিন্দা। পেশায় অ্যাপ ক্যাব চালক। বুধবার রাতে বাড়িতেই ছিলেন তিনি। আচমকা দুই বন্ধুর ফোন আসে। পার্ক সার্কাস ময়দানের সামনে আসতে বলেন বন্ধুরা। সেই মতো বাড়ি থেকে বেরিয়ে যান শেহনবাজ। এরপর ক্রমশ রাত বাড়তে থাকে। তবে শেহনবাজ আর বাড়ি ফেরেন না। দুশ্চিন্তা করতে থাকেন ওই অ্যাপ ক্যাব চালকের স্ত্রী। ততক্ষণে শেহনবাজের মোবাইলও সুইচড অফ হয়ে গিয়েছে। তাই শেহনবাজের সঙ্গে কেউ যোগাযোগও করতে পারেননি।
[আরও পড়ুন: ভিক্টোরিয়ায় অমিত শাহের অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন না রাজ্যের কেউ! তুঙ্গে বিতর্ক]
এদিকে, পুলিশের টহলদারি ভ্যান টহল দেওয়ার সময় পার্ক সার্কাস ময়দানের সামনে এক যুবককে পড়ে থাকতে দেখেন। কাছাকাছি পৌঁছে পুলিশ দেখে ওই যুবক অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। তাঁর শরীরে একাধিক ক্ষতচিহ্ন। রক্তারক্তি কাণ্ড। ওই যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই পুলিশ নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে।
নিহতের স্ত্রীর বয়ানের ভিত্তিতে শেহনবাজের ওই দুই বন্ধুকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বন্ধুদের মধ্যে বচসার জেরেই খুন হয়েছে শেহনবাজের। তবে ঠিক কী নিয়ে তাঁদের মধ্যে গণ্ডগোল হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। বেনিয়াপুকুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ধৃতদের জেরা করে সমস্ত তথ্য সামনে আসবে বলেই আশা তদন্তকারীদের।