shono
Advertisement
Bangladesh

'আমরা সরে যাব', নির্বাচনে ক্ষমতা হস্তান্তর নিয়ে এ কী বললেন ইউনুসের উপদেষ্টা!

শনিবার এক আলোচনা সভায় বিদেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, 'সরকারের লক্ষ্য হচ্ছে, চূড়ান্তভাবে একটি নিরপেক্ষ এবং সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর।'
Published By: Sucheta SenguptaPosted: 08:36 PM Dec 14, 2024Updated: 08:40 PM Dec 14, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন 'ভূতের মুখে রামনাম', থুড়ি, ইউনুস সরকারের উপদেষ্টার মুখে পদ ছাড়ার কথা! শুনে অবাক লাগলেও এটাই খাঁটি সত্যি। এই মুহূর্তে বাংলাদেশের ইউনুস সরকারের বিদেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেন শোনালেন নির্বাচনের কথা। জানালেন, নির্বাচনের মধ্যে দিয়ে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা সঁপে দিয়ে তাঁরা সরে যাবেন। আর তাঁর এহেন মন্তব্য নিয়ে ইতিমধ্যে সমালোচনা শুরু হয়েছে। তৌহিদের কথার ইঙ্গিত ঠিক কী? তা নিয়ে চলছে কাটাছেঁড়া।

Advertisement

শনিবার দুপুরে নরসিংদীতে বেলাব উপজেলার সরকারি দপ্তরের প্রধান, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল। সেই সভায় তৌহিদ হোসেন বলছেন, ''নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদের হাতে ক্ষমতা দিয়ে আমরা সরে যাব। সরকারের লক্ষ্য হচ্ছে, চূড়ান্তভাবে একটি নিরপেক্ষ এবং সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর। এটা নিয়ে সন্দেহের কোনও সুযোগ নেই। আমাদের প্রথম কাজ হচ্ছে, দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা।''

বাংলাদেশের সাম্প্রতিক হিংসা পরিস্থিতি, হিন্দু নির্যাতন নিয়ে ঘরে-বাইরে চাপ, ভারতের সঙ্গে বিদেশসচিব পর্যায়ের বৈঠক পরবর্তী আবহ - সব কিছু নিয়েই এদিন খোলাখুলি নিজের বক্তব্য রেখেছেন বিদেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা। সোমবার ঢাকায় ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরির সঙ্গে একান্তভাবে কথাও বলেছিলেন তৌহিদ হোসেন। তা নিয়ে বিশেষ কোনও মন্তব্য করতে না চাইলেও শনিবার আলোচনা সভায় তিনি বলেন, ''আমরা সব দেশের সঙ্গে সুসম্পর্ক চাই সম্মানের ভিত্তিতে, সমতার ভিত্তিতে। সেই লক্ষ্যেই এই সরকার কাজ করে যাচ্ছে। ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি, আমরা ভালো সম্পর্ক চাই, তবে সেটা দুপক্ষেরই স্বার্থের ভিত্তিতে।'' এই পরিস্থিতিতে তাঁর মুখে নির্বাচন, ক্ষমতা হস্তান্তর, সরে যাওয়ার মতো শব্দ আলোচনার রসদ দিল অভিজ্ঞ মহলকে। ঠিক কীসের বার্তা, প্রশ্ন তাদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইউনুসের উপদেষ্টার মুখে 'সরে যাওয়া'র কথা!
  • বিদেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেন বললেন, 'নির্বাচনে রাজনৈতিক দলের হাতে ক্ষমতা দিয়ে আমরা সরে যাব।'
Advertisement