shono
Advertisement
Bangladesh Election

হাসিনা পরবর্তী বাংলাদেশে সক্রিয় এরশাদের দল! নতুন জোট গড়ে ভোটের ময়দানে জাতীয় পার্টি

২০টি দল এই ফ্রন্টে থাকছে বলে জানা গিয়েছে।
Published By: Anustup Roy BarmanPosted: 07:40 PM Dec 08, 2025Updated: 07:49 PM Dec 08, 2025

সুকুমার সরকার, ঢাকা: ২০২৬ সালের ফেব্রুয়ারিতে হতে চলা জাতীয় সংসদ নির্বাচন (Bangladesh Election) সামনে রেখে আরও একটি ঘোষণা করা হয়েছে বাংলাদেশে। এবার আনিসুল ইসলাম মাহমুদ এবং আনোয়ার হোসেন মঞ্জু'র নেতৃত্বে নতুন রাজনৈতিক জোট 'এনডিএফ'-এর আত্মপ্রকাশ ঘটেছে। দু'জনই প্রাক্তন রাষ্ট্রপতি হুসেইন মহম্মদ এরশাদের দল জাতীয় পার্টির প্রাক্তন নেতা। এরশাদের দল একসময় দুই ভাগ হয়ে যায়। জাপার নেতা মাহমুদ এবং এবং জেপির নেতা মঞ্জুরের নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএএফ) নামে নতুন রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করেছে। এর আগে ছাত্রদের গড়া দল জাতীয় নাগরিক পার্টি-সহ (এনসিপি) তিনটি রাজনৈতিক দল রবিবার 'গণতান্ত্রিক সংস্কার জোট' গঠন করে।

Advertisement

সোমবার ঢাকার গুলশানের একটি পার্টি সেন্টারে আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর এই ঘোষণা করেন। নথিবদ্ধ ও নথিবদ্ধ নয় এমন ২০টি দল এই ফ্রন্টে থাকছে বলে জানা গিয়েছে। জোটে থাকা অন্য দলগুলো হলো জনতা পার্টি বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ মুসলিম লিগ, জাতীয় ইসলামিক মহাজোট, জাতীয় সংস্কার জোট, বাংলাদেশ লেবার পার্টি, স্বাধীন পার্টি, জাতীয় স্বাধীনতা পার্টি, বাংলাদেশ মানবাধিকার পার্টি, বাংলাদেশ সর্বজনীন দল, বাংলাদেশ জনকল্যাণ পার্টি, অ্যাপ্লায়েড ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, ডেমোক্রেটিক পার্টি ও বাংলাদেশ জাতীয় লিগ। জোট গঠনের জন্যই গত ৩০ নভেম্বর আলোচনা হয় দলগুলির মধ্যে। সেখানেই নতুন জোটের রূপরেখা তৈরি হয়। ওই সভায় ১৬টি দল অংশ নিলেও পরে আরও কয়েকটি দল জোটে যুক্ত হওয়ার আগ্রহ দেখায়।

অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টি-সহ (এনসিপি) তিনটি রাজনৈতিক দল রবিবার 'গণতান্ত্রিক সংস্কার জোট' গঠনের কথা ঘোষণা করেছে। জোটে এনসিপির পাশাপাশি রয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এবি পার্টি। রবিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সাংবাদিক সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জোটের ঘোষণা করেন। তিনি বলেন, দেশের রাজনীতিতে গণতান্ত্রিক সংস্কার ও নাগরিক অধিকার রক্ষায় এই নতুন মঞ্চ কাজ করবে। নাহিদ আরও জানিয়েছেন, "২৪ সালের অভ্যুত্থানের পর দেড় বছরে আমরা বহু হতাশার মুখোমুখি হয়েছি। ঐকমত্য কমিশনে প্রতক্ষ্য ও পরোক্ষভাবে নানা শক্তি সংস্কারের বিরোধিতা করেছে, বাধা দিয়েছে। তাই সংস্কারের পক্ষে আমরা তিন দল আজ ঐক্যবদ্ধ হয়েছি। এই ঐক্য প্রক্রিয়া চলবে।" তিনি জানান, "আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করব। আরও বেশ কিছু রাজনৈতিক দলের সঙ্গে আমাদের আলোচনা চলছে। আগামী নির্বাচনে আমরা একসঙ্গে লড়ব।"

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু বলেন, "অভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা অপূর্ণ রয়ে গেছে। তরুণদের আশা ব্যর্থ হয়েছে। নতুনদের অনেক কর্মকাণ্ড সমালোচিত হয়েছে। এই অবস্থায় আমরা নতুন পথচলা শুরু করতে তিন দল একত্র হয়েছি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নতুন রাজনৈতিক জোট 'এনডিএফ'-এর আত্মপ্রকাশ ঘটেছে।
  • এরশাদের দল একসময় দুই ভাগ হয়ে যায়।
  • গুলশানের একটি পার্টি সেন্টারে এই ঘোষণা হয়।
Advertisement