সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নিয়ে সংঘাতের আবহে রবিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে ডেকে পাঠাল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এদিন বিকেলে ইউনুস সরকারের পররাষ্ট্র সচিব মহম্মদ জসীমউদ্দিনের সঙ্গে আলোচনায় বসেন ভারতের দূত প্রণয় ভার্মা। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’র প্রতিবেদন অনুসারে পৌনে এক ঘণ্টার বৈঠকের পর ভারতীয় হাইকমিশনার প্রণয় বলেছেন, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ব্যাপারে দুই দেশের মধ্যে বোঝাপড়া রয়েছে। বিএসএফ ও বিজিবি একসঙ্গে কাজ করবে বলেও বার্তা দিয়েছেন তিনি।
রবিবার ইউনুস প্রশাসনের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের পর প্রণয় ভার্মা বলেন, "আমি পররাষ্ট্র সচিবের (বাংলাদেশের) সঙ্গে আলোচনা করেছি। সীমান্তকে অপরাধমুক্ত করার বিষয়েও ভারত আশাবাদী। চোরাচালান, অপরাধীদের অনুপ্রবেশ, পাচারের মতো ঘটনা দমনের বিষয়ে আলোচনা হয়েছে।" সীমান্তে কাঁটাতারের বিষয়ে দুই দেশের মধ্যে সমন্বয় হয়েছে বলেও জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার। তিনি বলেন, "নিরাপত্তার জন্য সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ব্যাপারে আমাদের মধ্যে বোঝাপড়া রয়েছে। এই বিষয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ ও বিজিবি) মধ্যে যোগাযোগ রয়েছে। আশা করি, সীমান্তে অপরাধ দমনের বিষয়ে সহযোগিতার মাধ্যমে সেই বোঝাপড়ার বাস্তবায়ন হবে।"
উল্লেখ্য, ভারত-বাংলাদেশ সীমান্তের প্রায় ৯৬৩ কিলোমিটার অংশই কাঁটাতার বিহীন অবস্থায় রয়েছে। সম্প্রতি সীমান্তের তেমন কিছু এলাকায় বিএসএফ কাঁটাতার বসানোর কাজ শুরু করলে বিজিবির সঙ্গে সংঘাত বাধে। কাঁটাতারের বিষয়ে আপত্তি জানায় বর্ডার গার্ড বাংলাদেশের জওয়ানরা। মালদহের কালিয়াচক এবং দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এই নিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এই আবহে ভারতীয় হাই কমিশনার ও বাংলাদেশ পররাষ্ট্র সচিবের বৈঠক তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।