সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউনুসের আমলে দূরত্ব ক্রমশই বাড়ছে ভারত-বাংলাদেশের। নয়াদিল্লিকে আরও দূরে ঠেলে পাকিস্তানের সঙ্গে সরাসরি বিমান পরিষেবা চালুর পথে বাংলাদেশ। শনিবার পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এক সাংবাদিক সম্মেলনে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার মহম্মদ ইকবাল হুসেন এই ঘোষণা করেছেন। তাঁর বক্তব্য, দুদেশের সম্পর্ককে আরও মজবুত করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রেও পাকিস্তানকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান হাইকমিশনার হুসেন। তাঁর এই ঘোষণাতেই স্পষ্ট, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে দিল্লির সঙ্গে দূরত্ব বাড়িয়ে ইসলামাবাদকেই আসলে কাছে টানতে তৎপরতা বাড়াচ্ছে ঢাকা।
এতদিন বাংলাদেশের চট্টগ্রাম ও পাকিস্তানের করাচি রুটে পণ্যবাহী বিমান চালু রয়েছে। কিন্তু এবার সরাসরি যাত্রীবাহী উড়ান পরিষেবার কথা ঘোষণা করা হয়েছে। শনিবার খাইবার পাখতুনখাওয়ায় সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের হাইকমিশনার মহম্মদ ইকবাল হুসেন জানান, দুদেশের মধ্যে পর্যটন, শিক্ষা, বাণিজ্য ক্ষেত্রে যাতায়াত আরও সহজ হতে পারবে। বিশেষ করে চিকিৎসা পরিষেবা ও শিল্প খাতে বিনিয়োগে সম্ভাবনা বৃদ্ধির কথা উল্লেখ করেন। হুসেনের কথায়, এই উদ্যোগ দুদেশের আর্থিক সম্পর্ককে আরও দৃঢ় করবে।
এছাড়া দুদেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধির কথাও শোনা গেল হুসেনের গলায়। তাঁর কথায়, ''পাকিস্তানের বাজারে বাংলাদেশি পণ্যের চাহিদা ক্রমশ বাড়ছে।'' প্রতিরক্ষা খাতেও পাকিস্তানের অবদানের কথা উল্লেখ করেন তিনি। বাংলাদেশের হাইকমিশনারের এসব কথায় দুদেশের পারস্পরিক প্রীতির কথা আর গোপনে রইল না। আগামী ফেব্রুয়ারিতে ইসলামাবাদে বসতে চলেছে যৌথ অর্থনৈতিক কমিশনের সভা। ২০ বছর পর সেই সভায় অংশ নিচ্ছে ঢাকা। এই উপলক্ষে সম্ভবত ইসলামাবাদ সফরে যাবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। ইতিমধ্যে দুদেশের মধ্যে যৌথ অর্থনৈতিক কমিশনের সূচি নিয়ে আলোচনা শুরু হয়েছে। এবার বাংলাদেশ-পাকিস্তান সরাসরি বিমান পরিষেবার ঘোষণা করলেন হাইকমিশনার মহম্মদ ইকবাল হুসেন।