shono
Advertisement
Bangladesh

হাসিনার আশ্রয় নিয়ে অসন্তোষ! ‘অখণ্ড ভারত’ চর্চার আমন্ত্রণ ফেরালেন ইউনুস

অনুষ্ঠানে থাকবেন না ঢাকার কোনও প্রতিনিধি।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 04:42 PM Jan 11, 2025Updated: 04:43 PM Jan 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ইন্ডিয়া মেটারোলজিক্যাল ডিপার্টমেন্ট’ তথা ভারতীয় হাওয়া অফিসের দেড়শো বছর পূর্তি। সেই উপলক্ষে আয়োজিত হবে ‘অখণ্ড ভারত’ সম্মেলন। যেখানে যোগদানের জন্য বাংলাদেশ, পাকিস্তানের মতো একাধিক দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু দিল্লির এই আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। অনুষ্ঠানে থাকবেন না ঢাকার কোনও প্রতিনিধি। নেপথ্যে কি শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে অসন্তোষ? 

Advertisement

জানা গিয়েছে, ‘অখণ্ড ভারত’ সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে আফগানিস্তান, মায়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপালকেও। ইতিমধ্যেই এই অনুষ্ঠানে আসার সম্মতি জানিয়েছে পাকিস্তান। কিন্তু দিল্লির আমন্ত্রণে সাড়া দেয়নি ঢাকা। এনিয়ে বাংলাদেশ আবহাওয়া দপ্তরের (বিএমডি) কার্যনির্বাহী ডিরেক্টর মোমিনুল ইসলাম জানান, "ভারতের মৌসম ভবন ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানিয়েছে। মাসখানের আগেই আমাদের কাছে আমন্ত্রণপত্র এসেছে। আমরা ভবিষ্যতে দিল্লির সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে চাই। সহযোগিতা করতে চাই। কিন্তু ওই অনুষ্ঠানে আমরা যাচ্ছি না। কারণ সরকারি খরচে অনাবশ্যক বিদেশভ্রমণে আমাদের এখন কিছু বাধ্যবাধকতা রয়েছে।’’

বাংলাদেশ সরকারের এই বক্তব্যের পরই নতুন করে জল্পনা শুরু হয়েছে। শেখ হাসিনাকে নিয়ে এখন ভারত ও বাংলাদেশের মধ্যে স্নায়ুযুদ্ধ তুঙ্গে। পাশাপাশি হিন্দু নির্যাতন, অনুপ্রবেশ এরকম একাধিক বিষয়ে দুদেশের সম্পর্কে ফাটল বাড়ছে। কয়েকদিন আগেই হাসিনার প্রত্যর্পণ চেয়ে দিল্লিকে সরকারিভাবে চিঠি দিয়েছে ঢাকা। এই চিঠি নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি বিদেশমন্ত্রক। উলটে ভারতে থাকার জন্য হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে। যা নিয়ে ক্ষোভ বেড়েছে ইউনুস সরকারের। বিশ্লেষকদের মতে, কূটনৈতিক টানাপড়েনের জেরেই এই ভারত সফরকে এককথায় 'অপ্রয়োজনীয়' বলে বাতিল করে দিয়েছেন ইউনুস।

উল্লেখ্য, ১৮৭৫ সালের ১৫ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় ‘ইন্ডিয়া মেটারোলজিক্যাল ডিপার্টমেন্ট’। তবে এই দপ্তরই এদেশের প্রথম আবহাওয়া দপ্তর। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম হাওয়া অফিস তৈরি করে ১৭৮৫ সালে কলকাতায়। যার নাম ছিল ‘ক্যালকাটা অবজার্ভেটরি’। ১৭৮৫ সালে এবং ১৭৯৬ সালে যথাক্রমে স্থাপিত হয় মাদ্রাজ অবজার্ভেটরি এবং বম্বে অবজার্ভেটরি। এরপর ১৮৭৫ সালে স্থাপিত হয় আইএমডি। তার আগে ১৮৬৪ সালে কলকাতায় ভয়াবহ ঘূর্ণিঝড় হয়েছিল। তাতেই টনক নড়ে ব্রিটিশ সরকারের। সেই প্রয়োজনীয়তা থেকেই স্থাপিত হয় আইএমডি। যা এবার পা দিল দেড়শো বছরে। যার অনুষ্ঠানে প্রকাশ্যে এল দিল্লি-ঢাকা কূটনৈতিক টানাপড়েন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইন্ডিয়া মেটারোলজিক্যাল ডিপার্টমেন্ট’ তথা ভারতীয় হাওয়া অফিসের দেড়শো বছর পূর্তি।
  • যেখানে যোগদানের জন্য বাংলাদেশ, পাকিস্তানের মতো একাধিক দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।
  • দিল্লির এই আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস।
Advertisement