shono
Advertisement

ফের বাংলাদেশে দুর্গাপ্রতিমা ভাঙচুরের ঘটনা, তদন্তে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য

সূত্রের দাবি, শাসক দল আওয়ামি লিগের অভ্যন্তরীণ দ্বন্দ্বই রয়েছে এই ঘটনার পিছনে।
Posted: 05:53 PM Sep 20, 2022Updated: 07:27 PM Sep 20, 2022

সুকুমার সরকার, ঢাকা: ফের দুর্গাপ্রতিমা ভাঙচুরের অভিযোগ বাংলাদেশে (Bangladesh)। বরিশালের মেহেন্দিগঞ্জের কাশীপুর দুর্গামন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুষ্কৃতীরা। রবিবার সকালে স্থানীয়রা মন্দিরে প্রবেশ করে ভাঙা অবস্থায় প্রতিমা দেখতে পান।

Advertisement

মন্দির কমিটির সভাপতি দিলীপ ঢালি জানাচ্ছেন, শনিবার রাতের কোনও একসময়ে দুষ্কৃতীরা মন্দিরে ঢুকে সবক’টি প্রতিমা ভাঙচুর করে। দিলীপ বলেন, ‘‘সবেমাত্র প্রতিমা নির্মাণে মাটির কাজ শেষ হয়েছিল। এর মধ্যে এই ঘটনা ঘটল। মন্দির নিয়ে কারও সঙ্গে কোনও বিরোধ নেই। কারা এ কাজ করল জানা যায়নি।’’

[আরও পড়ুন: মায়ানমারে যুদ্ধের আঁচ বাংলাদেশে, তবে এখনই সেনা মোতায়েন করতে চাইছে না ঢাকা]

তবে স্থানীয় সূত্রের দাবি, শাসক দল আওয়ামি লিগের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই এমন কাণ্ড ঘটানো হয়েছে। খবর পেয়ে মেহেন্দিগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মহম্মদ নুরুন্নবী ও মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে তদন্তকারী পুলিশবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে সব দিক খতিয়ে দেখে।

মেহেন্দিগঞ্জ উপজেলা পুজো উদযাপন পরিষদের সভাপতি বাদলকৃষ্ণ পাল জানাচ্ছেন, প্রতিমা ভাঙচুরের সংবাদ পেয়ে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান মেহেন্দিগঞ্জ পুজো উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, বরিশালে ম‌ন্দির থে‌কে চু‌রি হওয়া দেড়শো বছরের পু‌রনো শিবলিঙ্গ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। হুমায়ুন খান না‌মে একজন‌কে আটক করেছে পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভি‌ত্তি‌তে নগরের কাউনিয়া থানাধীন বেলতলা এলাকায় অভিযান চালিয়ে শিবলিঙ্গটি উদ্ধার করা হয়। এর আগে ব‌রিশাল নগরের কা‌লিবা‌ড়ি রো‌ডের কালীম‌ন্দিরের দরজা ভে‌ঙে তিন ফুট দৈর্ঘ্যের পাথ‌রের শিবলিঙ্গ চুরি হয়। সকা‌লে পু‌রো‌হিত অমলকুমার দত্ত পুজো দিতে গিয়ে ম‌ন্দি‌রের দরজা ভাঙা অবস্থায় পান। দ্রুত খবর যায় পুলিশে। দেড়শো বছরের পুরনো শিবলিঙ্গের মূল্য প্রায় কোটি টাকা বলে জানা গিয়েছে।

[আরও পড়ুন: চপশিল্প, চোর কটাক্ষে তৃণমূল-বিজেপি তরজা, ফের উত্তাল বিধানসভা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement