সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এককালের দিল্লির বন্ধু এখন পাকিস্তানের দোস্ত! বাংলাদেশের ৬ জন সেনাকর্তার একটি প্রতিনিধি দল ছয় দিনের পাকিস্তান সফর সেরে শনিবারই ঢাকায় ফিরেছে। এরপর পাকিস্তানের চার সদস্যের একটি উচ্চ পর্যায়ের সেনার প্রতিনিধি দল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছে বলে সূত্রের খবর। আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিকের নেতৃত্বে পাক প্রতিনিধি দল তিন দিনের সফরে ইতিমধ্যে একাধিক বৈঠক সেরেছে বলে খবর। ভারতের জন্য উদ্বেগের বিষয় হল, গোটা বিষয়টি গোপন রাখা হচ্ছে ইসলামাবাদ ও ঢাকার তরফে।
সূত্রের খবর, আইএসআই প্রধান ছাড়াও পাক প্রতিনিধি দলে রয়েছেন আইএসআই-এর ডিরেক্টর জেনারেল অ্যানালিসিস (ডিজি এ) মেজর জেনারেল শহিদ আমির আফসার, মেজর জেনারেল আলম আমির আওয়ান এবং এসএসজি-র কর্তা মহম্মদ উসমান লতিফ। বিশেষ বিমানে গত মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তাঁরা। পাক সেনাকর্তাদের স্বাগত জানান বাংলাদেশ সেনার গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর এক উচ্চপদস্থ কর্মকর্তা ব্রিগেডিয়ার মেহদি।
বাংলাদেশের সেনাকর্তারা পাক সফর সেরে ফেরার পর সেই বিষয়ে জানানো হয়েছিল ইউনুস সরকারের তরফে। এক বিবৃতিতে জানানো হয়, ১৩-১৭ ফেব্রুয়ারি পর্যন্ত পাকিস্তান সফরে গিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের নেতৃত্বে ছয় জন সেনাকর্তা। উল্লেখ্য, পাক সেনার তরফে সে দেশে সফরে যাওয়া বাংলাদেশি সেনাকর্তাদের ছবি প্রকাশ করার পরেই এই বিষয়ে মুখ খোলে বাংলাদেশ। যদিও পালটা ঢাকায় আইএসআই প্রধান-সহ পাক সেনাকর্তাদের সফর নিয়ে দুই দেশের মুখে কুলুপ। এই গোপনিয়তাই ভারতের উদ্বেগের কারণ হয়ে উঠছে।
বিশেষজ্ঞদের বক্তব্য, জামাত পরিচালিত ইউনুস সরকারের বর্তমান নীতিই হল ভারত বিরোধিতা। এতদিনে তা জানতে বাকি নেই ইসলামাবাদেরও। ফলে তারাও ভারতের বিরোধিতায় এই সুযোগ কাজে লাগাচ্ছে। পুরনো রাগ মেটাতে উঠে পড়ে লেগেছে পাকিস্তান। বাংলাদেশে গাজীপুরের সমরাস্ত্র নির্মাণের কারখানায় তাদের ‘শাহীন’ সিরিজ়ের ক্ষেপণাস্ত্র বানানোর প্রস্তাব দিয়েছে পাকিস্তান। বলা বাহুল্য, বাংলাদেশের হাতে পাকিস্তানি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র থাকলে পূর্ব ও পশ্চিম— দুই সীমান্তেই চাপে থাকবে ভারত। সব মিলিয়ে দিল্লির উদ্বেগের যথেষ্ঠ কারণ রয়েছে বলেই মনে করা হচ্ছে।