shono
Advertisement
Bangladesh

হিন্দু নির্যাতনের পরে সংবিধান থেকে বাদ ‘ধর্মনিরপেক্ষ', ইউনুসের কাছে সুপারিশ সংস্কার কমিশনের

গত কয়েক মাস ধরে হিন্দু নিপীড়ন লাগামছাড়া হারে বেড়েছে।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 07:55 PM Jan 15, 2025Updated: 07:57 PM Jan 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের ৯০ শতাংশ নাগরিক মুসলিম। তাই বাংলাদেশের সংবিধানে ‘ধর্মনিরপেক্ষ’ শব্দটির কোনও প্রয়োজন নেই। কয়েকদিন আগে এমনটাই বলেছিলেন মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অ্যাটর্নি জেনারেল মহম্মদ আসাদুজ্জামান। এবার এই বিষয়টিকে মান্যতা দিয়েই নতুন খসড়া তৈরি করেছে সংবিধান সংস্কার কমিশন। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে 'ধর্মনিরপেক্ষতা' শব্দটিকে বাদ হয়েছে নয়া সুপারিশে। এই নতুন খসড়াই তুলে দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের হাতে। গত কয়েক মাস ধরে হিন্দু নির্যাতন লাগামছাড়া হারে বেড়েছে। উদ্বেগ প্রকাশ করেছে ভারত, ব্রিটেন, আমেরিকার মতো একাধিক দেশ। এই পরিস্থিতিতে সংবিধান থেকে বাদ‘ধর্মনিরপেক্ষ' শব্দ বাদ দেওয়া নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। 

Advertisement

বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো সূত্রে খবর, রাষ্ট্র পরিচালনার চার মূলনীতির মধ্যে তিনটি বাদ দেওয়ার সুপারিশ করেছে অধ্যাপক আলি রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন। সেই সঙ্গে গণতন্ত্র বহাল রেখে রাষ্ট্র পরিচালনার নতুন আরও চারটি মূলনীতির সুপারিশ করেছে তারা। জানা গিয়েছে, বর্তমানের চার মূলনীতির মধ্যে শুধু গণতন্ত্র রাখা হয়েছে প্রস্তাবিত নতুন পাঁচ মূলনীতির মধ্যে। সেগুলো হল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র। কিন্তু উল্লেখ নেই ধর্মনিরপেক্ষতার।

এদিকে, তিন মূলনীতি বাদ দেওয়ার নিয়ে সংস্কার কমিশনের রিপোর্টে বলা হয়েছে, কমিশন সংবিধানের মূলনীতি ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ও জাতীয়তাবাদ এবং এই সংশ্লিষ্ট সংবিধানের ৮, ৯, ১০ ও ১২ অনুচ্ছেদগুলো বাদ দেওয়ার সুপারিশ করছে। আজ বুধবার প্রধান উপদেষ্টা ইউনুসের কাছে তাদের সংস্কারের সুপারিশসংক্রান্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিশন। সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটেরও সুপারিশ করেছেন আলি রিয়াজ। এছাড়া নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন ও পুলিশ সংস্কার কমিশনও আজ তাদের রিপোর্ট জমা দিয়েছে ইউনুসের কাছে।

উল্লেখ্য, ১৯৭২ সালে মুজিবুর রহমান জমানায় যে সংবিধানে তৈরি হয়েছিল, সেখানে ‘জাতীয়তাবাদ’, ‘সমাজতন্ত্র’, ‘গণতন্ত্র’ এবং ‘ধর্মনিরপেক্ষতা’ শব্দগুলো ছিল। এরপর জেনারেল জিয়াউর রহমান এবং জেনারেল হুসেন মহম্মদ এরশাদের আমলে কোপ পড়েছিল ধর্মনিরপেক্ষতায়। যদিও ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীতে ওই চারটি বিষয়কে ‘মৌলিক রাষ্ট্রীয় নীতি’ হিসাবে গুরুত্বের সঙ্গে ফেরানো হয়েছিল। কিন্তু এবার ফের একবার কোপ পড়ল ধর্মনিরপেক্ষতায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দেশের ৯০ শতাংশ নাগরিক মুসলিম। তাই বাংলাদেশের সংবিধানে ‘ধর্মনিরপেক্ষ’ শব্দটির কোনও প্রয়োজন নেই।
  • কয়েকদিন আগে এমনটাই বলেছিলেন মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অ্যাটর্নি জেনারেল মহম্মদ আসাদুজ্জামান।
  • এবার এই বিষয়টিকে মান্যতা দিয়েই নতুন খসড়া তৈরি করেছে সংবিধান সংস্কার কমিশন।
Advertisement