shono
Advertisement
Murshidabad

অ্যাকশনে মোডে পুলিশ! ডোমকলে পুলিশ ভ্যানে হামলায় গ্রেপ্তার TMC-র পঞ্চায়েত প্রধানের স্বামী

গোয়ালপোখরে সাজ্জাকের ঘটনার পর ডোমকলের রানা কবে গ্রেপ্তার হবে তা নিয়ে উঠছে প্রশ্ন।
Published By: Subhankar PatraPosted: 12:54 PM Jan 19, 2025Updated: 12:58 PM Jan 19, 2025

অতুলচন্দ্র নাগ, ডোমকল: মুর্শিদাবাদের ডোমকলে পুলিশের উপর হামলা ও চুরির অভিযোগে গ্রেপ্তার যুবককে ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় গ্রেপ্তার আরও ১। পুলিশের জালে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী। ধৃতের নাম হাফিজুল শেখ। এই নিয়ে পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে হল ৫। তবে মূল অভিযুক্ত এখনও পলাতক। এদিকে গোয়ালপোখরে সাজ্জাকের মৃত্যুর পর, ডোমকলের মূল অভিযুক্ত রানা কবে গ্রেপ্তার হবে তা নিয়ে প্রশ্ন উঠছে।

Advertisement

গোয়ালপোখরের পরই ডোমকলে পুলিশের উপর হামলা চালিয়ে সোনার গয়না চুরির আসামী রানা শেখকে ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। অভিযোগ উঠে অভিযুক্তের পরিবারের বিরুদ্ধে। ঘটনায় মদত দেওয়ার অভিযোগে, পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা বর্তমান সদস্য তৃণমূলের মিনা বিবিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হন তাঁর ছেলে মিনারুল শেখও। এছাড়াও পুলিশ রানার স্ত্রী বৈশাখী খাতুন ও এক আত্মীয় মফেজুল ইসলাম শেখকে গ্রেপ্তার করে পুলিশ। এবার মিনার স্বামি হাফিজুলকে গ্রেপ্তার করা হল।

ঘটনায় উত্তপ্ত জেলার রাজনীতি। সিপিএমের ডোমকল এরিয়া কমিটির সম্পাদক মোস্তাফিজুর রহমান রানা বলেন, "অবাক হওয়ার কিছু নেই। পুলিশ এদের আসকারা দিয়ে মাথায় তুলেছে, এখন তারাই আক্রান্ত হচ্ছে। এটাই বাস্তব।" তৃণমূলের ডোমকল ব্লকের সভাপতি জেলাপরিষদ সদস্য হাজিকুল ইসলাম অবশ্য জানান, "আমরা ওই ঘটনার নিন্দা করছি। যেটা ঘটেছে সেটা খুবই খারাপ। এ ধরনের ঘটনাকে দল সমর্থন করে না।"

এদিকে গোয়ালপোখরে পুলিশের উপর হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। নড়েচড়ে বসছে জেলা পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মূল অভিযুক্তকে ধরতে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। পার্শ্ববর্তী অঞ্চলের থানাগুলিকে সর্তক করা হয়েছে। খুব তাড়াতাড়ি তাকে ধরা হবে বলে জানিয়েছে পুুলিশ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মুর্শিদাবাদের ডোমকলে পুলিশের উপর হামলা ও চুরির অভিযোগে গ্রেপ্তার যুবককে ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় গ্রেপ্তার আরও ১।
  • পুলিশের জালে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়ে প্রধানের স্বামী। ধৃতের নাম হাফজুল শেখ।
  • এই নিয়ে পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে হল ৫।
Advertisement