shono
Advertisement
Kulti

বড়সড় পাচারের ছক বানচাল, কুলটিতে উদ্ধার হরিণের ১১টি সিং ও প্যাঙ্গোলিনের আঁশ

শুক্রবার তাঁদের দুজনকে আদালতে তোলা হয়।
Published By: Suhrid DasPosted: 03:36 PM Jan 17, 2025Updated: 03:37 PM Jan 17, 2025

শেখর চন্দ্র, আসানসোল: আসানসোলের কুলটি এলাকায় একটি ম্যারেজ হলে উঠেছিলেন দুই ব্যক্তি। তাঁদের সঙ্গে বেশ কিছু সরঞ্জাম ছিল। পুলিশের কাছে গোপন সূত্রে খবর যেতেই অভিযান চালানো হয়। উদ্ধার হল হরিণের সিং ও প্যাঙ্গোলিনের আঁশ।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই দুই ব্যক্তির নাম গণেশ প্রসাদ ও সুকুমার বাউরি। তাঁরা দুজনেই প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের বাসিন্দা। বৃহস্পতিবার তাঁরা ওই এলাকায় এসে উঠেছিলেন। পুলিশ ঘরে ঢুকে তল্লাশি শুরু করে। উদ্ধার হয় ওই মূল্যবান সামগ্রী। বনদপ্তরকেও খবর দেওয়া হয়। বনদপ্তর ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্বর প্রজাতির হরিণের ১১টি সিং ও প্যাঙ্গোলিনের সাতটি আঁশ উদ্ধার হয়েছে। হরিণের সিং দিয়ে চিনা ওষুধ তৈরি হয়। এছাড়াও এক্সক্লিউসিভ অটোমোবাইল পার্টসও তৈরি হয়।

শিয়া ও আফ্রিকায় শক্ত আঁশযুক্ত এই স্তন্যপায়ী প্রাণী প্যাঙ্গোলিন পাওয়া যায়। এই প্রাণীর গায়ের আঁশেরও ব্যাপক চাহিদা আছে। প্যাঙ্গোলিনের আঁশ দিয়ে তৈরি হয় দামী প্রসাধন। নেপাল, পাকিস্তান-সহ বেশ কিছু দেশে ওষুধের উদ্দেশ্যে প্যাঙ্গোলিনের শরীরের বিভিন্ন অংশ ব্যবহার করা হয়। ভারত ও নেপালের কিছু অংশে, বাসিন্দারা বিশ্বাস করেন, প্যাঙ্গোলিনের আঁশ পরলে নিউমোনিয়া প্রতিরোধ করা যায়। তাই চোরাবাজারে এই বন্যজীবের আঁশ ও শরীরের অন্যান্য অংশ বেশি দামে বিক্রি হয়।

ধৃতরা কোথা থেকে এগুলি পেয়েছিলেন? কোথায়, কার কাছে পাচারের জন্য এই সিং ও আঁশ নিয়ে যাওয়া হচ্ছিল? সেসব খতিয়ে দেখা হচ্ছে। একটি চক্র কাজ করছে। তারও খোঁজ পেতে চাইছেন তদন্তকারীরা। শুক্রবার তাঁদের দুজনকে আদালতে তোলা হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গোপন সূত্রে হানা দিয়েছিলেন তদন্তকারীরা।
  • ঘর থেকে উদ্ধার হয় ওই সিং ও আঁশ।
  • একটি চক্র কাজ করছে বলে মত তদন্তকারীদের।
Advertisement