shono
Advertisement

সিঙ্গুরে গ্যাস ট্যাঙ্কারের পিছনে গাড়ির ধাক্কা, দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩ জন

গুরুতর জখম ১ জন।
Posted: 04:03 PM May 14, 2021Updated: 04:03 PM May 14, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হুগলির (Hooghly) সিঙ্গুরে মর্মান্তিক দুর্ঘটনা। গ্যাস ট্যাঙ্কারে গাড়ির ধাক্কায় মৃত্যু হল ৩ জনের। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ জন। কীভাবে দুর্ঘটনা ঘটল? গাড়ির গতি কত ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।  

Advertisement

জানা গিয়েছে, শুক্রবার সকালে ২ নম্বর জাতীয় সড়কের উপর ঘটে দুর্ঘটনাটি। একই দিকে যাচ্ছিল ওই গাড়ি ও গ্যাস ট্যাঙ্কারটি। সেই সময় দ্রুতগতিতে আসা গাড়িটি পিছন থেকে ধাক্কা দেয় ট্যাঙ্কারটিতে। ঘটনাস্থলে মৃত্যু হয় ৩ জনের। স্থানীয়রাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। খবর দেওয়া হয় পুলিশ। পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে দেহ গুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন একজন। বর্তমানে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। 

[আরও পড়ুন:রাজ্য-কেন্দ্র সংঘাত শেষ, বাংলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ল কেন্দ্রীয় প্রকল্পের টাকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার