শেখর চন্দ্র, আসানসোল: জলের পাইপ লাইনের কাজ করার সময় মাটি চাপা পড়ে মৃত্যু তিন শ্রমিকের। গুরুতর আহত আরও এক। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার ভয়াবহ ঘটনাটি ঘটেছে আসানসোলের সালানপুরে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত তিন শ্রমিকের মধ্যে দুজন পড়শি রাজ্য ঝাড়খণ্ডের বাসিন্দা। তাঁদের নাম রেজ্জাক শেখ, বয়স ২০ বছর। অন্য জন বছর আঠারোর রোহিত শেখ। আরেকজন মৃত শ্রমিক নিতেশ পাশওয়ান। তিনি কুলটির নিউ রোডের বাসিন্দ। আহত শ্রমিক শামসুল শেখকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনিও ঝাড়খণ্ডের বাসিন্দা।
এদিন সালানপুরের ডালমিয়ার রেল লাইনের সামনে পিএইচই পাইপ লাইনের কাজ চলছিল। প্রায় ১০ ফুট গর্ত করার কাজ চলছিল। গর্ত খুঁড়ে মাটি পাশেই রাখা ছিল। হঠাৎই সেই মাটিমাটি ধসে পড়ে। মাটির চাঙড়ের মধ্যে আটকে পড়েন চার শ্রমিক। স্থানীয়রা এসে উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রা। শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ঝাড়খণ্ডের দুই বাসিন্দা-সহ তিন শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। স্থানীয় এক বাসিন্দা ফুচু বাউরি বলেন, "বাড়িতে ছিলাম শুনলাম ধস নেমেছে। এসে দেখি চারজন চাপা পড়েছেন। তাঁদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনজনকে মৃত বলে জানানো হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁর চিকিৎসা চলছে।"