shono
Advertisement
Purulia

ট্রেলার-বাইক সংঘর্ষ, পুরুলিয়ায় জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৩ যুবক

ঘাতক ট্রেলারটিকে আটক করেছে পুলিশ।
Published By: Suhrid DasPosted: 07:55 PM Nov 15, 2025Updated: 07:55 PM Nov 15, 2025

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: বাইকের সঙ্গে ট্রেলারের ধাক্কা। ঘটনাস্থলেই প্রাণ হারালেন বাইক আরোহী তিন যুবক। আজ, শনিবার বিকেলে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে পুরুলিয়ায়। পরে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুঃসংবাদ পাওয়ার পর শোকগ্রস্ত পরিবারের সদস্যরা।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে পুরুলিয়া-জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কের উপর। মৃত তিনজনের নাম শেখ রমজান, শেখ বিলাল ও অপসারা আনসারি। তাঁরা  তিন বন্ধু বলে স্থানীয় সূত্রে খবর। বাড়ি পুরুলিয়ার বরাবাজার থানার বেলডি গ্রামে। এদিন বিকেলে একটি বাইক করে তিনজন কোনও এক জায়গা থেকে বাড়ি ফিরছিলেন। ধানাড়া গ্রামের অদূরে ১৮ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে তাঁরা যাচ্ছিলেন। সেসময় একটি ট্রেলারের সঙ্গে ওই বাইকের সংঘর্ষ হয়।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, জাতীয় সড়কের উপর দিয়ে বেশ গতিতেই বাইক চালানো হচ্ছিল। ওই ট্রেলারটিরও গতি বেশি ছিল। ফলে সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি। সংঘর্ষ এতটাই বেশি ছিল যে, বাইক থেকে ছিটকে যান তিনজনেই। ঘটনাস্থলেই মারা যান তাঁরা। দুর্ঘটনা দেখে ছুটে যান স্থানীয়রা। খবর দেওয়া হয় আড়ষা থানায়। পুলিশ গিয়ে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। মৃতদের পরিবারের সদস্যদের দুঃসংবাদ জানানো হয়। হাসপাতালে পৌঁছে কান্নায় ভেঙে পড়েন মৃতদের পরিবারের সদস্যরা। ঘাতক ট্রেলারটিকে আটক করেছে পুলিশ। দুর্ঘটনার পর জাতীয় সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য থমকে যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাইকের সঙ্গে ট্রেলারের ধাক্কা। ঘটনাস্থলেই প্রাণ হারালেন বাইক আরোহী তিন যুবক।
  • শনিবার বিকেলে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে পুরুলিয়ায়।
  • পরে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
Advertisement