shono
Advertisement
Kamarahati

বাঘাযতীনের পর কামারহাটি! স্কুলের উপর হেলে পড়ল নির্মীয়মাণ বহুতল

জানা গিয়েছে, বিল্ডিং ছয় ইঞ্চি হেলে পড়েছে।
Published By: Paramita PaulPosted: 07:20 PM Jan 21, 2025Updated: 07:33 PM Jan 21, 2025

অর্ণব দাস, বারাকপুর: বাঘাযতীনের পর কামারহাটি! সেখানের ৭ নম্বর ওয়ার্ডের ঘনবসতি পূর্ণ ধুবিয়াবাগান এলাকায় নির্মীয়মাণ বহুতল হেলে পড়ার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, বিল্ডিং ছয় ইঞ্চি হেলে পড়েছে।

Advertisement

পাঁচতলার এই নির্মীয়মাণ বিল্ডিংটির ঠিক পাশেই রয়েছে একটি সরকারি স্কুল। পঞ্চম থেকে অষ্টম পর্যন্ত সেই স্কুলের পড়ুয়া সংখ্যা কমবেশি দেড়শো জন। স্বাভাবিকভাবেই বিল্ডিং হেলে পড়ার খবরে আতঙ্কিত হয়ে পড়েন স্কুলের শিক্ষক থেকে অভিভাবক সকলে। হাইড্রোলিকের সাহায্যে মেরামত করে বিল্ডিং সোজা করার চেষ্টা হলেও আতঙ্কে স্থানীয়দের পাশাপাশি স্কুলের তরফেও পুরসভায় অভিযোগ জানালে এফআইআর করে কাজ বন্ধ করে দেয় পুর কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যেখানে বহুতলটি নির্মাণ হচ্ছে আগে সেখানে একটি পুকুর ছিল। সেই পুকুরটি ভরাটের পর বিগত ছয়-সাত মাস ধরে পুরআইন না মেনে বহুতলটি নির্মাণ হচ্ছে বলেই অভিযোগ। স্থানীয় বাসিন্দা আসলাম আলি খান বলেন, "বিল্ডিংয়ের একটি সাইডে হেলে পড়ায় প্রতিবেশীরা খুবই আতঙ্কে। ঝুঁকি নিয়ে তারা বসবাস করছেন। নিয়ম মেনে নির্মাণ হচ্ছে না। এই জায়গায় আগে পুকুর ছিল। সয়েল টেস্ট না করে বিল্ডিং তৈরি হওয়ায় এমনটা হল। নির্মাণ শেষ হয়নি, তাই এই অবস্থা, পরে হলে ভয়াবহ ঘটনা ঘটতে পারত।" পার্শ্ববর্তী স্কুলের প্রধান শিক্ষক মেহমুদ আলম বলেন, "বেআইনি না আইনি সেটা আমি বলতে পারব না। হেলে যাওয়ার পরে এ নিয়ে পুরসভায় অভিযোগ জানিয়েছি। পুরসভায় এসে খতিয়ে দেখেছে। খুবই আতঙ্কে আছি।"

হেলে যাওয়ার পর বিল্ডিংটি পুনরায় সোজা করার কাজ শুরু হয়েছে বলেই জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর মেহেন্দি ইমাম। তিনি বলেন, "শোনা মাত্রই খোঁজ নিয়ে জানতে পারি ছয় ইঞ্চি মত হেলে পড়েছে। তাই বাইরে থেকে শ্রমিক এনে পিলারের নিচের অংশ কেটে হাইড্রোলিকের সাহায্যে মেরামত করে বিল্ডিং সোজা করার কাজ হচ্ছে। কিন্তু কতটা সোজা হবে সেটা বিল্ডিং নির্মাতাই বলতে পারবে।" এলাকায় এ নিয়ে উত্তেজনা ছড়ালে কামারহাটি থানার পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা। তিনি নির্মাণটি বেআইনি জানিয়ে বলেন, "বহুতলটি পুরসভার অনুমতি নিয়ে করা হয়নি। হেলে যাওয়ার পর সেটা মেরামতের কাজ করার সময়ও পুরসভাকে জানানো হয়নি। এ নিয়ে পুরসভার তরফে থানায় এফআইআর করে কাজ বন্ধ করতে বলা হয়েছে। পরবর্তীতে পুরআইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়ার নেওয়া হবে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাঘাযতীনের পর কামারহাটি!
  • সেখানের ৭ নম্বর ওয়ার্ডের ঘনবসতি পূর্ণ ধুবিয়াবাগান এলাকায় নির্মীয়মান বহুতল হেলে পড়ার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
  • জানা গিয়েছে, বিল্ডিং ছয় ইঞ্চি হেলে পড়েছে।
Advertisement