shono
Advertisement
Bangladesh

খুনের হুমকি পেয়ে দেশছাড়া! কাঁটাতার পেরতেই ভারতে গ্রেপ্তার ইসকন-ভক্ত বাংলাদেশি নাবালিকা

অভিযোগ, শুধুমাত্র ইসকনের ভক্ত হওয়ায় ওই বাংলাদেশি নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছিল।
Published By: Tiyasha SarkarPosted: 12:44 PM Dec 11, 2024Updated: 12:44 PM Dec 11, 2024

শংকরকুমার রায়, রায়গঞ্জ: ইসকনের ভক্ত হওয়ায় লাগাতার খুনের হুমকি। প্রাণ বাঁচাতে কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করে বিএসএফএর হাতে গ্রেপ্তার বাংলাদেশের নাবালিকা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়ার ফতেপুরে। রাতেই রায়গঞ্জের হোমে পাঠানো হয়েছে নাবালিকাকে।

Advertisement

গত কয়েকমাস ধরে মৌলবাদীদের তাণ্ডবে উত্তাল বাংলাদেশ। চরমে হিন্দু নির্যাতন। পদ্মাপারের হিন্দুরা চাইছেন কোনওক্রমে ভারতে পৌঁছতে। এদিকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে পুলিশ। এই পরিস্থিততেই মঙ্গলবার রাতে ভারতে প্রবেশ করে বাংলাদেশের পঞ্চগড় জেলার বাসিন্দা নাবালিকা। জানা গিয়েছে, তার পরিবার ইসকনের ভক্ত। অভিযোগ, শুধুমাত্র এই অপরাধেই নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছিল। বাবা-মা দুজনেই অসুস্থ। তাই মেয়েকে বাঁচাতে কী করবেন তা বুঝতে পারছিলেন না তাঁরা। শেষে মেয়েকে ভারতে পাঠানোর সিদ্ধান্ত নেন তাঁরা। পরিকল্পনা ছিল, জলপাইগুড়ির বেলাকোবায় এক আত্মীয়ের বাড়িতে গা ঢাকা দেওয়া। সেই কারণেই মঙ্গলবার রাতে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতের চোপড়ায় প্রবেশ করে নাবালিকা। কিন্তু জওয়ানদের হাতে ধরা পড়ে যায় সে।

নাবালিকার কাছে গোটা ঘটনা শুনে জলপাইগুড়ির বেলাকোবার বাসিন্দা তাঁর আত্মীয়ের ফোন করে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর নাবালিকাকে রায়গঞ্জের হোমে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নাবালিকার আত্মীয়েরা ভারত সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আরজি জানিয়েছেন।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইসকনের ভক্ত হওয়ায় প্রাণভয়।
  • কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করতে গিয়ে বিএসএফএর হাতে গ্রেপ্তার বাংলাদেশের নাবালিকা।
  • ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়ার ফতেপুরে। রাতেই রায়গঞ্জের হোমে পাঠানো হয়েছে নাবালিকাকে।
Advertisement