shono
Advertisement

Breaking News

BJP

CAA-তে নাগরিকত্ব পেয়েই দলবদল, তৃণমূলে যোগ বিজেপি বিধায়ক ঘনিষ্ঠ 'বাংলাদেশি'র!

কী বলছেন অসীম সরকার?
Published By: Tiyasha SarkarPosted: 09:01 PM Dec 07, 2025Updated: 09:01 PM Dec 07, 2025

সুবীর দাস, কল্যাণী: বিজেপি বিধায়ক অসীম সরকারের সহযোগিতায় সিএএ-তে আবেদন করে নাগরিকত্ব পেয়েছিলেন চাকদহের শংকরকুমার রায়। ৭ দিন পেরতে না পেরতেই ভোলবদল! রবিবার তৃণমূল যোগ দিলেন প্রৌঢ়। তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। অসীম সরকারের দাবি, ভয় দেখিয়ে তৃণমূলে যোগ দিতে বাধ্য করা হয়েছে ওই প্রৌঢ়কে।

Advertisement

নদিয়া জেলার চাকদহ পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শংকরকুমার রায়। পেশায় মহুরি। বহুবছর আগেই বাংলাদেশ থেকে বেআইনি পথে ভারতে আসেন তিনি। ফলে খাতায় কলমে এদেশের নাগরিক ছিলেন না তিনি। বিজেপি বিধায়ক অসীম সরকার ঘনিষ্ঠ ওই প্রৌঢ় সম্প্রতি সিএএ-তে আবেদন করেন। নাগরিকত্বও পান। চাকদহ থেকে তিনিই প্রথম নাগরিকত্ব পেয়েছেন। এর ৭ দিনের মাথায় তৃণমূল শিবিরে যোগ দিলেন শংকর।

তৃণমূলে যোগ দিয়ে শংকরকুমার রায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ার দেখে তিনি উৎসাহিত হয়েছেন। তাই তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। যদিও তিনি বিজেপি করতেন না বলেই দাবি করেছেন শংকর। যোগদান প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস অধিকারী জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে, বাংলায় উন্নয়নের যজ্ঞে শামিল হতে এই যোগদান। এবিষয়ে হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক কবিয়াল অসীম সরকার বলেন, "গত নির্বাচনের আগে থেকেই রাজ্যজুড়ে ভয়-ভীতির রাজনীতি চলছে। তারই প্রতিফলন চাকদহে। আমার ঘনিষ্ঠ শংকরকুমার রায়-সহ পাঁচ বিজেপি কর্মীকে ভয় দেখিয়েই যোগদান করানো হয়েছে। শংকরকুমার রায়ের বাড়িতে একটি CAA এর ক্যাম্প করা হয়েছিল, তাও ভয় দেখিয়ে বন্ধ করানো হয়েছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিজেপি বিধায়ক অসীম সরকারের সহযোগিতায় সিএএ-তে আবেদন করে নাগরিকত্ব পেয়েছিলেন চাকদহের শংকরকুমার রায়।
  • ৭ দিন পেরতে না পেরতেই ভোলবদল! রবিবার তৃণমূল যোগ দিলেন প্রৌঢ়। তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
  • অসীম সরকারের দাবি, ভয় দেখিয়ে তৃণমূলে যোগ দিতে বাধ্য করা হয়েছে ওই প্রৌঢ়কে।
Advertisement