shono
Advertisement
Kalyani

'ব্যারিকেড খুলে দিতে হবে ভাবিনি', কল্যাণীর সগুনায় বিজয়া সম্মেলনীতে জনজোয়ার, আপ্লুত জেলা নেতৃত্ব

সগুনা অঞ্চলের লিচুতলা স্কুল মাঠে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Published By: Subhankar PatraPosted: 06:18 PM Oct 09, 2025Updated: 06:20 PM Oct 09, 2025

সুবীর দাস, কল্যাণী: নদিয়ায় অনুষ্ঠিত হল প্রথম বিজয়া সম্মেলনী উৎসব। কল্যাণী ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ১০ হাজারেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন জেলা তৃণমূল নেতৃত্ব। নেতৃত্ব জানাচ্ছে এই ভিড়ই প্রমাণ করে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে। তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছে।

Advertisement

নদিয়া জেলার কল্যাণী ব্লকের সগুনা অঞ্চলের লিচুতলা স্কুল মাঠে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক মুকুটমণি অধিকারী, শান্তিপুরের বিধায়ক ব্রজগোপাল গোস্বামী, নদিয়া জেলা পরিষদের কর্মধক্ষ্যা রিক্তা কুন্ডু, রানাঘাট সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি তথা নদিয়া জেলা পরিষদের পূর্ত ও পরিবহণ দপ্তরের কর্মাধ্যক্ষ দেবাশিস গঙ্গোপাধ্যায়, নদিয়া জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী বর্ণালী রায় -সহ অন্যান্য জেলা তৃণমূল নেতৃত্ব।

এই অনুষ্ঠানে ৮ হাজার মানুষের বসার জন্য চেয়ারের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু তারপরও বহু মানুষ সভায় আসেন। তার জন্য প্যাণ্ডেল খুলে দিতে হয় বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব। রানাঘাট সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায় বলেন, "কল্যাণী ব্লকে প্রত্যেকটি কর্মসূচি দারুণভাবে সাফল্য পেয়েছে। মানুষ পাশে থেকেছে। তবে আজকে আমাদের প্রত্যাশাকেও ছাপিয়ে গিয়েছে। একটা বিজয়া সম্মেলনীতে ব্যারিকেড খুলে দিতে হবে তা ভাবেনি। রাজ্য নেতৃত্বের আসার কথা ছিল কিন্তু তাঁরা ত্রিপুরায় যাওয়ায় এখানে আসতে পারেননি। তবে মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের ভীষণভাবে আপ্লুত করেছে।" বুধবারের এই অনুষ্ঠানে দলীয় নির্দেশ মেনে উত্তরবঙ্গের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য অর্থ সংগ্রহ করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নদিয়ায় অনুষ্ঠিত হল প্রথম বিজয়া সম্মেলনী উৎসব। কল্যাণী ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
  • এই অনুষ্ঠানে ১০ হাজারেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন জেলা তৃণমূল নেতৃত্ব।
  • নেতৃত্ব জানাচ্ছে এই ভিড়ই প্রমাণ করে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে। তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছে।
Advertisement