shono
Advertisement
Terrorist

জঙ্গি সন্দেহে বাংলা থেকে গ্রেপ্তার যুবক, দিল্লি বিস্ফোরণে যোগ?

শুক্রবার সকালে তাকে গ্রেপ্তার করে এনআইএ।
Published By: Sayani SenPosted: 09:26 PM Nov 14, 2025Updated: 10:00 PM Nov 14, 2025

শংকরকুমার রায়, রায়গঞ্জ: জঙ্গি সন্দেহে উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানার সুজাপুর স্টেশন চত্বর থেকে গ্রেপ্তার যুবক। শুক্রবার সকালে তাকে গ্রেপ্তার করে এনআইএ। দিল্লি বিস্ফোরণের সঙ্গে যোগ রয়েছে তার, স্বাভাবিকভাবে উঠছে সেই প্রশ্ন। যদিও এনআইএ-র তরফে সে বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Advertisement

গত ১০ নভেম্বর, লালকেল্লার অদূরে বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে দিল্লি। প্রাণ হারান ১৩ জন। আহত অনেকেই। এই ঘটনাকে ইতিমধ্য়ে 'জঙ্গি হামলা' বলে নিশ্চিত করেছে কেন্দ্র। রাজধানীর বুকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় শুরু হয়েছে ধরপাকড়। তারই মাঝে শুক্রবার সকালে উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানার সুজাপুর স্টেশন চত্বর থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে এনআইএ। জানা গিয়েছে, তার নাম জানিসুর আলম। লুধিয়ানার বাসিন্দা। স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল ওই যুবক। সেই সময় তাকে পাকড়াও করা হয়। এনআইএ বেশ কিছু প্রশ্ন করে তাকে। ওই যুবক নাকি পালানোর চেষ্টা করে। তাই তাকে গ্রেপ্তার করা হয়। এনআইএ সূত্রে খবর, একাধিক নাশকতার সঙ্গে নাকি যুক্ত ওই যুবক। তবে দিল্লির নাশকতার সঙ্গে ধৃতের যোগ রয়েছে কিনা, সে বিষয়ে প্রশাসনের তরফে কোনও সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি। ধৃতের কাছ থেকে ডিজিটাল ডিভাইস এবং নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। জেলা পুলিশ সুপার জবি থমাস অবশ্য এই প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া দেননি।

বলে রাখা ভালো, দিল্লি বিস্ফোরণের পর বাংলাতেও ইতিমধ্যে তল্লাশি অভিযান চালিয়েছে এনআইএ। মুর্শিদাবাদের নবগ্রামেও হানা দেন তদন্তকারীরা। পরিযায়ী মইনুল হাসানের বাড়িতে তল্লাশি চালান। জানা গিয়েছে, মইনুল কখনও দিল্লি, আবার কখনও মুম্বইয়ে কাজ করে। জানা গিয়েছে, দিল্লিতে কাজ করার সময় এক বাংলাদেশির সঙ্গে থাকতেন মইনুল হাসান। সেই বাংলাদেশির সঙ্গে মইনুলের দীর্ঘদিন ধরে যোগাযোগ রয়েছে বলে দাবি। সেই সময়ে কোনও জঙ্গি সংগঠনের সদস্যদের সঙ্গে মুর্শিদাবাদের ওই পরিযায়ীর যোগাযোগ হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে এনআইএ। উল্লেখ্য, দিল্লিতে বিস্ফোরণের পর সরকারিভাবে বুধবার ঘটনার তদন্তভার নেয় এনআইএ। তদন্তে নেমে মইনুলের ফোন নম্বর পায় তদন্তকারী সংস্থা। তবে এখনও পর্যন্ত কোনও গ্রেপ্তারির খবর পাওয়া যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জঙ্গি সন্দেহে উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানার সুজাপুর স্টেশন চত্বর থেকে গ্রেপ্তার যুবক।
  • শুক্রবার সকালে তাকে গ্রেপ্তার করে এনআইএ।
  • দিল্লি বিস্ফোরণের সঙ্গে যোগ রয়েছে তার, স্বাভাবিকভাবে উঠছে সেই প্রশ্ন।
Advertisement