কল্যাণ চন্দ্র, বহরমপুর: জাতীয় সড়কে ডিউটি করাকালীন ট্রাকের তলায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক ভিলেজ পুলিশের। শনিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বহরমপুরের নবগ্রামে। ঘটনায় ঘাতক গাড়ির চালক ও খালাসিকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্য এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ভিলেজ পুলিশের নাম অভিজিৎ ঘোষ। বয়স ৩৬ বছর। তিনি নবগ্রামেরই বাসিন্দা। শনিবার সকালে নবগ্রাম থানার পলসণ্ডা এলাকায় চার মাথা মোড়ে ট্রাফিক সামলাচ্ছিলেন অভিজিৎ। অন্যদিকে, ছিলেন কয়েকজন সিভিক ভলান্টিয়ার। সকাল ৯টা নাগাদ দ্রুত গতিতে ছুটি আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিষে দেয় অভিজিৎকে। মাথার উপর থেকে চলে যায় গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পুলিশ কর্মীর। সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশও।
আরও জানা গিয়েছে, দুর্ঘটনার সময় ঘাতক ট্রাকটি চালাচ্ছিলেন খালাসি। ড্রাইভার ছিলেন পাশে। সেই সময় দ্রুত গতিতেই চলছিল গাড়টি। চার মাথা মোড়ের কাছে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে অভিজিৎকে ধাক্কা মারে গাড়িটি। পুলিশ ট্রাকটি বাজেয়াপ্ত করার পাশাপাশি, খালাসি ও ড্রাইভারকে গ্রেপ্তার করেছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।