shono
Advertisement

Breaking News

Abhishek Banerjee

'দায়িত্বপ্রাপ্তরা দক্ষতার প্রমাণ দিন', দলের নতুন একাধিক কমিটি নিয়ে মন্তব্য অভিষেকের

তাঁর উপর যে দায়িত্ব বর্তেছে, সেটাই শিরোধার্য বলে জানালেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
Published By: Sucheta SenguptaPosted: 09:01 AM Dec 01, 2024Updated: 09:12 AM Dec 01, 2024

স্টাফ রিপোর্টার: দল যাঁদের দায়িত্ব দিয়েছে, যোগ্যতা ও দক্ষতা প্রমাণের দায়িত্ব তাঁদের। সংগঠনে দলীয় নেতা ও কর্মীদের দায়িত্ব পালন নিয়ে শনিবার এভাবেই নিজের মতামত স্পষ্ট করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ‌্যায়। গত সোমবার দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে দলীয় মুখপাত্র ও শৃঙ্খলারক্ষায় তিনটি কমিটি গঠন করা হয়েছে। তা নিয়ে এদিন আমতলায় 'ডক্টরস কনভেনশন' শেষে সাংবাদিকরা অভিষেকের মতামত জানতে চান। তিনি জবাবে বলেন, ‘‘দল শৃঙ্খলারক্ষা কমিটি গঠন করেছে। দল নানা দায়িত্ব দিয়েছে নানা জনকে। সেই দায়িত্ব ও দক্ষতা আগামিদিনে তাঁদের কাজের মধ‌্য দিয়ে প্রমাণ করতে হবে। দেখাতে হবে তাঁরা কতটা পটু। আমাকে যখন যা দায়িত্ব দেওয়া হয়েছে আমি তা পালন করেছি। দলের সিদ্ধান্ত আমার কাছে শিরোধার্য।” লোকসভা নির্বাচন পরবর্তীতে সাংগঠনিক রদবদল নিয়ে প্রশ্নের উত্তরেও অভিষেক বলেন, ‘‘আমি আমার কাজ করেছি। রেজাল্ট দেখে আমি পাঠিয়ে দিয়েছি। দল সিদ্ধান্ত নেবে কবে তা কার্যকর করবে।”

Advertisement

নিজের কেন্দ্রে ‘সেবাশ্রয়’ শীর্ষক স্বাস্থ‌্য পরিষেবার ঘোষণা করতে গিয়ে এদিন আমতলায় ডাক্তারদের উপস্থিতিতে দীর্ঘ বক্তৃতা করেন অভিষেক। বক্তব্য শেষে তিনি খানিকটা স্বগতোক্তির সুরে বলেন, “আবেগপ্রবণ হয়ে অনেক কথা বলে ফেললাম।’’ একইসঙ্গে তিনি বলেন, ‘‘আমি যা মনে করি সেটাই বলি। অনেকে আমায় বলেন, আমি ডিপ্লোম্যাটিক (কূটনীতিক) হয়ে কথাবার্তা বলতে পারি না। হয়তো কিছুটা তাই। কিন্তু আমি বিশ্বাস করি, মানুষের জন‌্য কাজ করে দেখাতে হবে।’’ এর পরই সাংগঠনিক বিষয় নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন অভিষেক। বলেন, ‘‘আমি কিন্তু ‘আমি’তে বিশ্বাস করি না। ‘আমরা’য় বিশ্বাস করি। টিমওয়ার্কে বিশ্বাস করি।’’ জাতীয় কর্মসমিতির বৈঠকে সুখেন্দুশেখর ডাক না পাওয়া নিয়ে প্রশ্নের জবাবে বলেন, ‘‘জাতীয় কর্মসমিতিতে এ নিয়ে কোনও আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। ওই বৈঠকের চিঠি পাঠিয়েছিলেন সুব্রত বক্সী। এ বিষয়ে তাঁকে গিয়ে জিজ্ঞাসা করুন!’’

সূত্রের খবর, গত বুধবার দিল্লিতে সংসদীয় দলের বৈঠকে আলোচনা হয়েছিল, সংসদে ‘ব্যক্তিগত’ভাবে কেউ কিছু বলতে বা করতে পারবেন না। মুলতুবি প্রস্তাব বা অন্য কোনও পদক্ষেপ করতে হলে আগে তা দলকে জানাতে হবে। কিন্তু ইতিমধ্যে দলের প্রবীণ সাংসদ সৌগত রায় বাংলাদেশ নিয়ে সংসদে আলোচনা চেয়ে লোকসভার স্পিকারকে চিঠি লিখেছেন। যদিও তৃণমূলের সংসদীয় দলের অনেকেই তা জানেন না বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে এদিন প্রশ্ন করা হলে অভিষেক বলেন, ‘‘এটা আমার এক্তিয়ার নয়। এ নিয়ে যা বলার সুদীপ বন্দ্যোপাধ্যায় বলবেন।’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'দায়িত্ব পেয়েছেন, দক্ষতার প্রমাণ দিতে হবে', বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  • সদ্যই জাতীয় কর্মসমিতির বৈঠকে শৃঙ্খলারক্ষা ও মুখপাত্রদের জন্য তিনটি নতুন কমিটি তৈরি করেছে তৃণমূল।
  • তা নিয়ে নিজের মতামত জানালেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
Advertisement