মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: রাতের ফাঁকা রাজ্য সড়কে হেলমেট ছাড়া বাইক রেস। উদ্দাম আনন্দ করতে গিয়ে প্রাণ হারাল দুই ছাত্র। মর্মান্তিক ঘটনা ঘটেছে উলুবেড়িয়া-আমতা রাজ্য সড়কে। শুক্রবার রাতে এই দুর্ঘটনায় মৃত দুই ছাত্রের নাম দুধকুমার মালিক ও তুষার রায়। দু'জনেরই বয়স ১৭ বছর। দুর্ঘটনার তদন্তে নেমে পলাতক লরির খোঁজ করছে উলুবেড়িয়া থানার পুলিশ।
শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ উলুবেড়িয়া-আমতা রাজ্য সড়কে হেলমেট ছাড়া তীব্র গতির তিনটি বাইক নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশি রাতে ওই রাজ্য সড়ক শুনশান থাকে। তিনটি বাইকের মধ্যে তীব্র গতিতে রেস হচ্ছিল। তিনটি বাইকে দু'জন করে মোট ছ'জন কিশোর, যুবক ছিল। কারোরই মাথায় হেলমেট ছিল না। ওই রেস চলাকালীনই দুর্ঘটনার কবলে পড়ে তারা।
স্থানীয় বাসিন্দা অলোক বিশ্বাস জানিয়েছেন, "রাত বাড়লেই এই রাস্তায় প্রায় প্রতিদিনই একদল যুবক বাইক রেস শুরু করে। বহুবার পুলিশ এসে থামিয়েছে। এদের ভয়ে আমরা ওই রাস্তায় হাঁটতে বা সাইকেল চালাতে ভয় পাই। এর আগেও দুর্ঘটনা ঘটেছে। পুলিশি নজরদারি কম থাকার সুযোগে বেশি রাতে এই মারণ রেস হয়।''
পুলিশ জানিয়েছে, সিসিটিভির ফুটেজ দেখে জানা গিয়েছে, তীব্র গতিতে বাইক ছোটানোর সময় একটি লরির সঙ্গে বাইকের ধাক্কা লাগে। বাইকটি চুরমার হয়ে যায়। ওই বাইকে থাকা দু'জন রাস্তার দু'দিকে ছিটকে পড়ে। খবর পেয়ে পুলিশ অচেতন অবস্থায় ওই দুই যুবককে উদ্ধার করে উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা দুই কিশোরকেই মৃত বলে ঘোষণা করেন। পলাতক লরিটির খোঁজ চলছে। রাতের নির্জন হাইওয়েতে এমন প্রাণঘাতী বাইক রেস বন্ধ করতে পুলিশকে আরও কড়া হতে হবে বলে দাবি তুলেছেন স্থানীয়রা।
