shono
Advertisement

Breaking News

Adhir Chowdhury

মতুয়াদের অনশন মঞ্চে অধীর, অনশনকারীদের বললেন, 'দিল্লি চলো'

এসআইআরের বিরুদ্ধে অনশন কর্মসূচি নবম দিনে পড়েছে।
Published By: Suhrid DasPosted: 05:38 PM Nov 13, 2025Updated: 05:38 PM Nov 13, 2025

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: ঠাকুরবাড়িতে মতুয়াদের অনশন মঞ্চে হাজির হলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। এসআইআরের প্রতিবাদ করতে মতুয়াদের দিল্লি যাওয়ার ডাক দিলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ। দিল্লির যন্তর-মন্তরে মতুয়াদের অনশনে বসার আহ্বান করলেন তিনি। এসআইআরের প্রতিবাদে উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে মতুয়া ঠাকুরবাড়িতে আমরণ অনশন কর্মী চলছে। আজ, বৃহস্পতিবার সেই মঞ্চে যোগ দিলেন অধীর। তিনি দিল্লিতেও মতুয়াদের পাশে থাকার বার্তা দিয়েছেন।

Advertisement

উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরের মতুয়া ঠাকুরবাড়িতে বড়মার ঘরের সামনে চলছে আমরণ অনশন কর্মসূচি। এদিন ওই অনশন কর্মসূচি নবম দিনে পড়ল। গতকাল, বুধবার অনশন মঞ্চে যোগ দিয়েছেন তৃণমূল প্রভাবিত মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। জানিয়েছিলেন, “এদিন থেকে আমার সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ। আমার কাছে মতুয়ারা সবার আগে। মতুয়ারা আছে বলেই আমি আছি। বিজেপি যদি চায় আমার জীবনের বিনিময়ে মতুয়ারা দেশে থাকতে পারবে, আমি রাজি। আমার জীবন তাহলে স্বার্থক হবে।”

এদিন উত্তর ২৪ পরগনার মতুয়া ঠাকুরবাড়িতে পৌঁছন অধীর চৌধুরী। মঞ্চে ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর-সহ অন্যান্য অনশনকারীরা। দু'জনের মধ্যে কথাবার্তাও হয়। পরে অধীর বলেন, "সবার আগে দরকার মতুয়া ঐক্য। ডিসেম্বরে লোকসভার শীতকালীন অধিবেশনে অর্ডিন্যান্স জারি করে মতুয়াদের নাগরিকত্ব রক্ষা করা যায়। সরকারের সদিচ্ছা থাকলে এটা সম্ভব। এর আগেও অনেক ক্ষেত্রে অর্ডিন্যান্স জারি করে সমস্যার সমাধান করা হয়েছে।" তিনি আরও বলেন, "ঠাকুরবাড়িতে আমরণ অনশন করে কেন্দ্রীয় সরকারের দৃষ্টিগোচর করা যাবে না।" দিল্লির যন্তর-মন্তরে মতুয়াদের অনশনে বসার আহ্বানও জানানো হয়। সেক্ষেত্রে তিনিও তাঁদের সঙ্গে থাকবেন দিল্লিতে।

রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর বলেন, "উনি এখানে এসেছেন, সেজন্য ধন্যবাদ। দিল্লিতে বসার ব্যাপারে অধীরবাবু যে প্রস্তাব দিয়েছেন, আমরা তা নিয়ে চিন্তাভাবনা করব।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঠাকুরবাড়িতে মতুয়াদের অনশন মঞ্চে হাজির হলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।
  • এসআইআরের প্রতিবাদ করতে মতুয়াদের দিল্লি যাওয়ার ডাক দিলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ।
  • দিল্লির যন্তর-মন্তরে মতুয়াদের অনশনে বসার আহ্বান করলেন তিনি।
Advertisement