অর্ণব দাস, বারাসত: খড়দহে সিপিএম নেতার বাড়ি থেকে এনুমারেশন ফর্ম বিতরণের অভিযোগ। ঘটনাটি ঘটেছে খড়দহ পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাঠপাড়ার এলাকার ৭৭ নম্বর বুথে। সম্প্রতি খড়দহ এলাকায় এসআইআরের কাজে বিএলও'দের ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তারপরই এই কাণ্ডে তীব্র চাঞ্চল্য এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ঘটনার দিন সকল রাজনৈতিক দলের বিএলএ'দের উপস্থিতিতে রাত সাড়ে ৮টা পর্যন্ত ফর্ম বিতরণ করেছিলেন বিএলও। অভিযোগ, তৃণমূলের বিএলএ চলে গেলে স্থানীয় সিপিএম নেত্রী শিখা মণ্ডলের বাড়িতে যান বিএলএ ও অন্যান্য বিএলও। অভিযোগ, সেখান থেকে এনুমারেশন ফর্ম বিলি করেন তিনি।
এই খবর পাওয়া মাত্রই দলীয়কর্মীদের নিয়ে ঘটনাস্থলে যান তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা গোপাল সাহা। তিনি অভিযোগ করেন, "রাত সাড়ে ৮টা পর্যন্ত বাড়ি বাড়ি ফর্ম বিলির পর আমাদের বিএলএ চলে আসেন। এর কিছুক্ষণ পর ফোনে জানতে পারি, ৬নম্বর ওয়ার্ডের যিনি সিপিএমের প্রার্থী হয়েছিলেন, তাঁর বাড়িতে বসে বিএলও ফর্ম বিলি করছেন। সঙ্গে সিপিএম ও বিজেপির লোকেরা রয়েছে। তৎক্ষণাৎ সেখানে গিয়ে হাতেনাতে ধরে ভিডিও করি। ওনার বাড়িতে ফর্ম দিতে গেলে তো শুধু পরিবারের লোকেরা থাকবে। এত লোক এল কি করে? আসলে ওরা তৃণমূলের ভোটার কাটতেই এমনটা করছিল। বিষয়টি নেতৃত্বদের জানিয়েছি।"
শিখা মণ্ডল অবশ্য তাঁর বাড়ি থেকে এনুমারেশন ফর্ম দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, "বিএলও ফর্ম বিলি করছিলেন না। খাতায় রুল টানছিলেন। তখন একজন এসে জিজ্ঞাসা করেন তাঁর ফর্ম আছে কিনা। তাকেও ফর্ম দেয়নি।" এনিয়ে বিএলও'র কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
