shono
Advertisement
Kaliachak TMC Worker Murder Case

কালিয়াচকে তৃণমূল কর্মীকে খুনের পর হায়দরাবাদে গা ঢাকা, ভিনরাজ্যে এসটিএফের জালে ২

Published By: Sayani SenPosted: 08:58 AM Jan 25, 2025Updated: 10:05 AM Jan 25, 2025

বাবুল হক, মালদহ: মালদহের কালিয়াচকের তৃণমূল কর্মী খুনে গ্রেপ্তার আরও ২। কলকাতা পুলিশের এসটিএফ এবং তেলেঙ্গানা পুলিশের সহায়তায় হায়দরাবাদ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এই নিয়ে তৃণমূল কর্মী হাসান শেখ খুনে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫।

Advertisement

ধৃতরা হল আব্দুল আলিম এবং জাবিউল মোমিন। গত ১০ দিন ধরে নিজেদের পরিচয় গোপন করে একাধিক জায়গায় গা ঢাকা দেয় তারা। গোপন সূত্রে তদন্তকারীরা খবর পান ওই দুই অভিযুক্ত হায়দরাবাদে গা ঢাকা দিয়েছে। তেলেঙ্গানা পুলিশের সঙ্গে যোগাযোগ করে কলকাতা পুলিশের এসটিএফ। তারপর তাদের ডেরায় হানা দিয়ে আব্দুল আলিম এবং জাবিউল মোমিনকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তকারীদের দাবি, খুনের ঘটনার সিসিটিভি ফুটেজে আব্দুল আলিমকে ইট দিয়ে নিহত তৃণমূল কর্মীর মাথায় আঘাত করতে দেখা গিয়েছে।

গত ১৪ জানুয়ারি, মালদহের কালিয়াচকের নয়াবস্তি এলাকায় তৃণমূলের একটি অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানস্থলে গুলি চলে বলেই প্রথমে দাবি করা হয়। সেখানেই দলীয় কর্মী হাসা ইট দিয়ে মাথা থেঁতলে খুন করা হয় বলে অভিযোগ। যদিও তদন্তে নেমে পুলিশ জানিয়ে দেয় কোনও গুলি চলেনি। এই ঘটনার দেড়দিনের মাথায় পুলিশ আমির হামজা নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে। তাকে জেরা করে পাওয়া সূত্রের ভিত্তিতে তার কয়েকদিনের মধ্যে গ্রেপ্তার হয় জাকির শেখ। সে এই ঘটনার মূল অভিযুক্ত বলেই দাবি পুলিশের। তারপর মহম্মদ রেয়াউল হক নামে আরও একজন গ্রেপ্তার হয়। তদন্তকারীদের দাবি, সে আবার জাকির শেখের ঘনিষ্ঠ। তাদের জেরা করেই আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই দুজনকে হায়দরাবাদ থেকে রাজ্যে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তেলেঙ্গানা পুলিশের সহায়তায় মালদহের কালিয়াচকের তৃণমূল কর্মী খুনে গ্রেপ্তার আরও ২।
  • কলকাতা পুলিশের এসটিএফ এবং তেলেঙ্গানা পুলিশের সহায়তায় হায়দরাবাদ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
  • এই নিয়ে তৃণমূল কর্মী হাসান শেখ খুনে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫।
Advertisement