shono
Advertisement
Arjun Singh

মৃত বাবাকে নিয়ে মিথ্যাচার! হাতেনাতে প্রমাণ দিয়ে অর্জুন সিংকে তুলোধোনা সনৎ দে'র

নৈহাটির তৃণমূল বিধায়কের খোঁচা, 'অর্জুন সিং স্বর্গে যাওয়ার পথ পরিষ্কার রাখতেই বাবার সঙ্গে যোগাযোগ রেখেছেন।'
Published By: Sucheta SenguptaPosted: 06:54 PM Nov 13, 2025Updated: 06:55 PM Nov 13, 2025

অর্ণব দাস, বারাকপুর: SIR-এর কাজের মাঝে নৈহাটির তৃণমূল বিধায়ক সনৎ দে'র প্রয়াত বাবাকে নিয়ে মিথ্যাচারের অভিযোগে কাঠগড়ায় ভাটপাড়ার দাপুটে নেতা অর্জুন সিং। হাতেনাতে প্রমাণ দিয়ে অর্জুনের মিথ্যাচার ফাঁস করার পর তাঁকে কার্যত তুলোধোনা করলেন তৃণমূল বিধায়ক। বৃহস্পতিবার সংবাদমাধ্যমে একটি ভোটার তালিকা দেখিয়ে বারাকপুরের প্রাক্তন সাংসদের দাবি, নৈহাটির বিধায়কের বাবা ১০ বছর আগে প্রয়াত হয়েছেন, কিন্তু ১০ বছর ধরে তাঁর নামে ভোট দিচ্ছে তৃণমূল। পালটা নির্বাচন কমিশনের তথ্য তুলে ধরে বিধায়কের পালটা দাবি, ''আমি আমার বাবার ভোটার কার্ডের এপিক নম্বর দিয়ে দিতে পারি, যে কেউ গিয়ে নির্বাচন কমিশনে ওয়েবসাইট থেকে গিয়ে দেখবেন বাবার নাম নেই।''

Advertisement

বৃহস্পতিবার জগদ্দলের নিজের বাসভবনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, "নৈহাটির বিধায়ক সনৎ দে'র বাবা স্বপন কুমার দে। এক দশক আগে তাঁর মৃত্যু হয়েছে। অথচ ২০২৪ ও ২০২৫ সালের ভোটার তালিকায় জীবিত হিসাবে ওঁর নাম রয়েছে। বিগত ১০ বছর ধরে তাঁর নামে ভোট দিচ্ছে তৃণমূল।" অর্জুন সিংয়ের আরও বক্তব্য, ''আমার নির্বাচন কমিশনের এসআইআরের নিরপেক্ষতা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। বিধায়কের পিতা ১০ বছর আগে প্রয়াত হয়েছেন, কিন্তু তিনি এখনও ভোট দিচ্ছেন কী করে? ভোটার তালিকায় এখনA বিধায়কের বাবার নাম রয়েছে। উনি কি স্বর্গ থেকে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেন? এই সরকার মৃত, ভুয়ো, রোহিঙ্গা, অনুপ্রবেশকারীদের নিয়ে নিজের ভোটব্যাঙ্ক তৈরি করেছে।''

পালটা সনৎ দে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, "অর্জুন সিং যে কথাগুলি বলেছেন, তা সম্পূর্ণ মিথ্যা। আমার বাবার নাম ভোটার তালিকায় নেই। বাবার এপিক নম্বর এফ কে ওয়াই ০৪৮৩৩৭০। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গেলেই তা দেখা যাবে।"
এখানেই শেষ নয়। মৃত বাবাকে নিয়ে অর্জুন সিংয়ের 'মিথ্যাচার'কে তুলোধোনা করে বিধায়কের আরও খোঁচা, ''তিন বউ সামলাতে সামলাতে কি ওঁর মাথা খারাপ হয়ে গিয়েছে? আমার মনে হয়, সেটাই হয়েছে। আমার বাবা আছেন স্বর্গে আর অর্জুন সিং রয়েছেন নরকে। স্বর্গে যাওয়ার পথ পরিষ্কার রাখতেই বাবার সঙ্গে উনি যোগাযোগ রেখেছেন।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তৃণমূল বিধায়কের মৃত বাবাকে নিয়ে 'মিথ্যাচার', অর্জুন সিংয়ের বিরুদ্ধে ক্ষুব্ধ নৈহাটির বিধায়ক।
  • পালটা নির্বাচন কমিশনের নথি দেখিয়ে অর্জুনের অভিযোগ খারিজ সনৎ দে'র।
Advertisement