রাজা দাস, বালুরঘাট: আট বছর আগে স্কুলের মধ্যেই পাঁচ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ ওঠে স্কুলেরই এক কর্মীর বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে চলা পকসো মামলায় বুধবার স্কুলেরই অভিযুক্ত কর্মীকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিলেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট আদালতের বিচারক। পাশাপাশি, পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।
পুলিশ ও আদালতে সূত্রে জানা গিয়েছে, ২০১৬ সালের ৭ ডিসেম্বর বালুরঘাট থানায় শিশুকে যৌন নিগ্রহের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ ওঠে শহরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পাঁচ বছরের শিশুকে হেনস্তা করে এক কর্মী। অভিযোগ দায়ের হতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে বালুরঘাট থানার পুলিশ। সেই মামলায় বিচার চলছিল এতদিন। যাবতীয় সাক্ষ্য প্রমাণের পর মঙ্গলবারই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের পকসো আদালতের বিচারক শরণ্যা সেনপ্রসাদ। বুধবার অভিযুক্তের সাজা ঘোষণা করেন তিনি।
দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী বলেন, "শিশুকে যৌন হেনস্তার অভিযোগে বিচার চলছিল। অভিযুক্তকে ৩৭৭ আইপিসি, ৬ পসকো ধারায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছেন জেলা পকসো আদালতের বিচারক শরণ্যা সেনপ্রসাদ। বিচারক দোষীকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।"