shono
Advertisement

Breaking News

Bengal SIR

রাস্তায় গড়াগড়ি খাচ্ছে এনুমারেশন ফর্ম! কুড়াতে গিয়ে 'আটক' বিজেপির বিএলএ

বালুরঘাট এলাকার ফর্ম কালনার রাস্তায় কীভাবে এল? কী জানাল প্রশাসন?
Published By: Sucheta SenguptaPosted: 01:00 PM Nov 09, 2025Updated: 02:18 PM Nov 09, 2025

অভিষেক চৌধুরী, কালনা: এসআইআর প্রক্রিয়ায় ফর্ম বিলি, ফর্ম পূরণের কাজ চলছে প্রবল গতিতে। তারই মাঝে ফর্ম নিয়ে নিরাপত্তাহীনতার ছবিটা প্রকাশ্যে এসে গেল। রবিবার সকালে কালনার রাস্তায় গড়াগড়ি খেতে দেখা গেল বালুরঘাট এলাকার বেশ কিছু এনুমারেশন ফর্ম! ওইসব ফর্ম আবার কুড়িয়েও নিলেন বিজেপির এক বিএলএ। তা দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা তাঁকে কার্যত চেপে ধরেন। তবে বিএলএ-র দাবি, তিনি রাস্তা থেকে ফর্মগুলি তুলেছিলেন প্রশাসনের কাছে জমা দেবেন বলে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে এলাকায়।

Advertisement

কালনার হাট কালনা পঞ্চায়েতের উত্তর গোয়ারা এলাকার মণ্ডলপাড়া লাগোয়া রাজ্য সড়কে সাতসকালে তীব্র চাঞ্চল্য। রাস্তা থেকে উদ্ধার হয়েছে মোট ২৭টি এনুমারেশন ফর্ম। স্থানীয় সূত্রে খবর, রাস্তায় বেশ কিছু কাগজ পড়েছিল। বিজেপির বিএলএ কাশীনাথ মণ্ডল সেই কাগজগুলি দেখে কুড়িয়ে নেন। কয়েকজন স্থানীয় বাসিন্দা তাঁকে ওই কাগজ কুড়োতে দেখে জিজ্ঞাসা করেন, সেগুলি কীসের কাগজ? জানা যায়, সেগুলি দক্ষিণ দিনাজপুরের জগন্নাথবাটি এলাকার এনুমারেশন ফর্ম। এরপরের স্থানীয় বাসিন্দারা সেই ফর্ম তাঁকে পুলিশের কাছে জমা দিতে বলে। রাস্তায় এনুমারেশন ফর্ম উদ্ধার হওয়ার খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় কালনা থানার পুলিশ। এনুমারেশন ফর্মগুলি উদ্ধার করে বিজেপির বিএলএ কাশীনাথ মণ্ডলকে থানায় নিয়ে যাওয়া হয়। বিজেপির বিএলএ পুলিশকে জানান, তিনি রাস্তা দিয়ে যাওয়ার সময় ফর্মগুলি দেখতে পান, প্রশাসনকে জমা দেবেন বলে সেগুলি তুলে নিয়েছিলেন।

বিজেপির বিএলএ কাশীনাথ মণ্ডলের পরিচয়পত্র।

ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তৃণমূলের জেলা INTTUC সভাপতি সন্দীপ বসুর প্রতিক্রিয়া, ''বিজেপির একজন রাজনৈতিক কর্মীর কাছে প্রশাসনের বিলি করা এসব ফর্ম কীভাবে এল, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। আমাদের কোনও কর্মীর কাছে তো এই ফর্ম থাকে না। বিজেপি ও নির্বাচন কমিশন একে অপরের পরিপূরক। তবে বাংলার মানুষ তাদের এই চক্রান্ত রুখে দেবে।'' অন্যদিকে, বিজেপির চার নম্বর মণ্ডলের সভাপতি গৌর মণ্ডল পালটা দাবি করেন, ''রাস্তায় পড়ে থাকা ফর্মগুলি আমাদের কর্মী তুলে বিডিও অফিসে জমা দিতে যাচ্ছিল। কিন্তু তৃণমূলের লোকজন রাজনৈতিক উদ্দেশ্যে তাকে পুলিশে দেয়। পুলিশ তৃণমূলের চাপে পড়ে আমাদের কর্মীকে আটক করেছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাই।''

প্রশাসনের তরফে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, উত্তর দিনাজপুর প্রশাসনের পক্ষ থেকে কলকাতা থেকে বালুরঘাট যাওয়ার পথে কিছু এনুমারেশন ফর্ম দুর্ঘটনাবশত রাস্তায় পড়ে গিয়েছিল। পুলিশ ঘটনার তদন্ত করছে। কালনার এসডিপিও রাকেশ কুমার চৌধুরী জানিয়েছেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে, কীভাবে রাস্তার ধারে ফর্ম এল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কালনার রাস্তায় গড়াগড়ি খাচ্ছে বালুরঘাট এলাকার এনুমারেশন ফর্ম!
  • হাট কালনা পঞ্চায়েত লাগোয়া রাজ্য সড়কে ২৭টি এনুমারেশন ফর্ম পড়েছিল রাস্তায়।
  • তা কুড়োতে গিয়ে 'আটক' বিজেপি বিএলএ।
Advertisement