সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : গাড়ি দুর্ঘটনায় ভারতে সর্বোচ্চ অঙ্কের ক্ষতিপূরণ। বিমা সংস্থাকে ২.৫ কোটি টাকা ক্ষতিপূরণের ঘোষণা দুর্গাপুর লোক আদালতের। ২০১২ সালের ১৭ জানুয়ারি ওড়িশার ধ্যানকানাল জেলার বালিমি থানার ৫৫ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা হয়। দুর্গাপুরের বাসিন্দা আশিসকুমার বড়াল ওই পথ দুর্ঘটনায় মারা যান। ঘটনায় ঘাতক গাড়ির বিমা সংস্থার বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা দায়ের করেন মৃতের স্ত্রী সুশ্বেতা বড়াল, মা শিখারানি বড়াল, বাবা অনন্তকুমার বড়াল।
আশিসবাবু ওড়িশার বেসরকারি লৌহ ইস্পাত কারখানার প্রজেক্ট ম্যানেজার পদে কাজ করতেন। ঘটনার দিন তিনি কোম্পানির কাজে গিয়েছিলেন। কাজ সেরে কোম্পানির গাড়ি করেই তিনি অন্যদের সঙ্গে ফিরছিলেন। পথে ওই দুর্ঘটনায় মৃত্যু। সেই ঘটনার ভিত্তিতে মামলা হয়। মামলার নিষ্পত্তির আগেই আশিসবাবুর বাবা বার্ধক্যজনিত কারণে মারা যান। ভবিষ্যতে আরও বেশি সময় লাগতে পারে মামলার শুনানিতে। সেই অনুমান করে বাদি-বিবাদি পক্ষের সম্মতিতে দুর্গাপুর মহকুমা বিচারক রফিক আলম সাহেবকে নিয়ে জাতীয় লোক আদালত গঠিত হয়েছিল। সেই বেঞ্চ শনিবার এই রায় দেন। আগামী একমাসের মধ্যে এই আড়াই কোটি টাকা দিতে হবে।
অনাদায়ে ৬ শতাংশ হারে সুদ দিতে হবে। সেই আদেশও দিয়েছে আদালত। আশিসবাবুর পরিবারের আইনজীবী আয়ুব আনসারি বলেন, "এক সময় মামলায় প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে না পারায় খুবই দুশ্চিন্তায় পড়ে যাই। কিন্তু আরটিআই করে শেষমেশ মামলার জট খোলে। আদালতের সাহায্য নিয়ে বিমা সংস্থার কাছে দরবার করে লোক আদালতের মাধ্যমে মামলার নিষ্পত্তি হয়।"
ওই বিমা সংস্থার কলকাতা সদর কার্যালয়ের প্রধান (টিপি বিভাগ) বি কে সত্যপ্রকাশ বলেন, "আমাদের সংস্থার তরফে ভারতে এটাই সর্বোচ্চ ক্ষতিপূরণ।"