shono
Advertisement
Arjun Singh

তদন্তকারীরা কোটায় চাকরি পেয়েছেন! বারাকপুর কমিশনারেট থেকে বেরিয়ে ফের খোঁচা অর্জুন সিংয়ের

বিজেপি করার জন্যই তাঁকে ডাকা হচ্ছে, বরাবরের মতো এদিনও সেই অভিযোগে সুর চড়ালেন তিনি।
Published By: Suhrid DasPosted: 06:17 PM Jan 17, 2025Updated: 08:02 PM Jan 17, 2025

অর্ণব দাস, বারাকপুর: কোটায় চাকরি পেয়েছেন। আইন সম্পর্কে তেমন কিছুই জানেন না! তদন্তকারীদের সম্পর্কে তির্যক মন্তব্য করলেন বিজেপি নেতা অর্জুন সিং। আজ শুক্রবার বারাকপুর কমিশনারেটে জেরার মুখোমুখি হয়েছিলেন তিনি।

Advertisement

ভাটপাড়া পুরসভার একটি মামলায় নাম জড়িয়েছে বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের। বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের বাড়ি নিয়ে ভাটপাড়া পুরসভায় মামলা হয়। চলতি মাসের ৮ তারিখ অর্জুন সিংকে ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল।কিন্তু ওই দিন তিনি সেই ডাকে সাড়া দেননি। এরপর আজ শুক্রবার ফের তাঁকে তলব করা হয়। এবার অর্জুন সিং তদন্তকারীদের মুখোমুখি হবেন বলে জানা গিয়েছিল।

এদিন সকালে ভাটপাড়ার মজদুর ভবন থেকে বেরিয়েছিলেন বিজেপি নেতা অর্জুন সিং। নির্দিষ্ট সময়ে কমিশনারেটের অফিসে যান। জেরা শেষে দুপুরে সাড়ে ১২টা নাগাদ তিনি সেখান থেকে বেরিয়ে আসেন। তারপরই ক্ষোভপ্রকাশ করে বলেন, "এরা মুর্খ আছেন।এরা জানেন না। আইনের ব্যাপারে কোনও অভিজ্ঞতা নেই। কোটাতে চাকরি পাচ্ছেন। বেআইনিভাবে চাকরি পাওয়া লোকগুলোকে নেওয়ায় যা হওয়ার, সেটাই হয়েছে।"

কিন্তু বার বার তাঁকে তদন্তকারীরা ডাকছেন কেন? সেই প্রেক্ষিতে অর্জুন সিং বলেন, "২০১৬ সালে পুরসভা থেকে এক সংস্থা কাজ পেয়েছিল। সেই কোম্পানি কাজ শেষ করে ২০১৮ সালে সিসি নিয়ে নিয়েছে। এবার সেই সংস্থা প্রিয়াঙ্কু পাণ্ডের ছিল। প্রিয়াঙ্কু পাণ্ডে বিজেপিতে এসেছেন। তাঁর নামে এফআইআর করা হয়। আমার নামেও এফআইআর করে ডাকা হয়েছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বারাকপুর কমিশনারেটে জেরার মুখোমুখি অর্জুন সিং।
  • শুক্রবার নির্দিষ্ট সময়ে তিনি কমিশনারেট যান।
  • বেলা সাড়ে ১২টা নাগাদ তিনি জেরা শেষে বেরিয়ে আসেন।
Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার