বাবুল হক, মালদহ: জমি কেনার জন্য 'কাটমানি' চাওয়া হয়েছিল ১৫ লক্ষ টাকা! সেই দাবি মতো টাকা দিতে অস্বীকার করেন বিজেপির বুথ সভাপতি। সেজন্য ওই নেতার বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল কংগ্রেসআশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বাড়িতে ভাঙচুর, পরিবারের সদস্যদের মারধরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, ওল্ড মালদহের মুচিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহাদেবপুর এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার পর থেকে আতঙ্কিত ওই পরিবার।
জানা গিয়েছে, ওল্ড মালদহের মুচিয়া অঞ্চলের বিজেপির বুথ সভাপতি শংকর চৌধুরী। বেশ কিছুদিন আগে তিনি একটি জমি কিনেছিলেন। আজ, সোমবার সকালে ওই জমি মাপার কাজ শুরু হয়েছিল। অভিযোগ, সেসময় কংগ্রেসআশ্রিত দুষ্কৃতীরা সেখানে গিয়ে ওই জমি কেনার জন্য ১৫ লক্ষ টাকা কাটমানি দাবি করে। ওই টাকা দিতে বিজেপি নেতা অস্বীকার করেছিলেন। অভিযোগ, এরপরেই দুষ্কৃতীরা ওই বিজেপি নেতার দাদার বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। শুধু তাই নয়, বিজেপি নেতা শংকর চৌধুরীর বাড়িতে এরপর চড়াও হয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ।
অভিযোগ, বাড়ির লোকজনদের মারধর করা হয়েছে। ৭৬ বছরের বৃদ্ধকেও ছাড়া হয়নি! ওই বাড়িতে সিসিটিভি আছে। দুষ্কৃতীরা সেই সিসিটিভিও ভেঙে ফেলেছে বলে অভিযোগ। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ওই পরিবারে। হামলার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। বিজেপির বুথ সভাপতির দাদা সুদাম চৌধুরী জানান, তাঁরা বাড়ি থেকে বের হতে পারছেন না। আতঙ্কের মধ্যে রয়েছেন। যদিও কংগ্রেসের তরফে ঘটনায় দলীয় কর্মীদের জড়িত থাকার কথা অস্বীকার করা হয়েছে। মালদহ বিধানসভা কেন্দ্রের প্রাক্তন কংগ্রেস বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার বলেন, "বাড়িতে যে হামলার ঘটনা ঘটেছে, তা নিন্দনীয়। তবে এর সঙ্গে কংগ্রেস জড়িত নেই। যাদের কংগ্রেসের কর্মী বলা হচ্ছে, তাঁরা সবাই বিজেপির কর্মী।"
