দেবব্রত মণ্ডল, বারুইপুর: সকাল থেকে নিখোঁজ ছিলেন শিক্ষক। শনিবার দুপুরে একটি বেসরকারি স্কুলের শ্রেণিকক্ষ থেকে উদ্ধার হল যুবকের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত দেহ। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত স্কুল শিক্ষকের নাম মৃত্যুঞ্জয় রজক। বয়স ২৮ বছর। তিনি নরেন্দ্রপুর এলাকার রামচন্দ্রপুরের বাসিন্দা। যে বেসরকারি স্কুলে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে, সেই বিদ্যালয়েরই হিন্দির শিক্ষক ছিলেন তিনি। আত্মহত্যা না কি, খুন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
তবে পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই শিক্ষকের পরিবারে অশান্তি হচ্ছিল। এই আবহে শনিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় স্কুলে খুঁজতে যান পরিবারের সদস্যরা। কারণ, বেসরকারি স্কুলের চাবি থাকত মৃত্যুঞ্জয়ের কাছেই। পরিবার আন্দাজ করে নেয় সেখানেই আছেন তিনি। পরে সেখান থেকে শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। স্কুল কর্তৃপক্ষ খবর দেয় পুলিশে। পুলিশ দেহ উদ্ধার করে সোনারপুর গ্রামীণ হাসপাতালে পাঠায়। পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
তবে ওই শিক্ষক পারিবারিক অশান্তির কারণে আত্মঘাতী হয়েছেন না কি, পিছনে অন্য কোনও কারণ আছে খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।