জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেপ্তার বনগাঁর ১৮ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর চিরঞ্জিৎ বিশ্বাস। রবিবার রাতে তাঁকে গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ। সোমবার কাউন্সিলরকে বনগাঁ আদালতে তোলা হবে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ বারবার অস্বীকার করেছেন ওই নির্দল কাউন্সিলর। তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে বলেই দাবি।
অভিযোগকারী মহিলা স্বামীর সঙ্গে অশান্তির জেরে এক সন্তানকে নিয়ে ভাড়া বাড়িতে থাকেন। সেই সময় কাউন্সিলর চিরঞ্জিৎ বিশ্বাসের সঙ্গে আলাপ হয়। কাউন্সিলর তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দেন বলেই অভিযোগ মহিলার। ওই মহিলার আরও দাবি, বিয়ের প্রতিশ্রুতি একাধিকবার যৌন সম্পর্ক হয় তাঁদের। যদিও পরে বিয়ে করতে অস্বীকার করেন কাউন্সিলর। ওই মহিলাকে গালিগালাজ করেন বলেও অভিযোগ। এমনকী তাঁকে ফোনে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
সুবিচারের দাবিতে শনিবার রাত এবং রবিবার সকালে কাউন্সিলরের বাড়ির সামনে হাজির হন মহিলা। চিৎকার চেঁচামেচি করতে শুরু করেন। তা শুনে এলাকার বহু মানুষ জড়ো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বনগাঁ থানার পুলিশ। মহিলাকে কাউন্সিলের বাড়ির সামনে থেকে সরিয়ে দেওয়া হয়। কাউন্সিলর চিরঞ্জিৎ বিশ্বাস অবশ্য অভিযোগ অস্বীকার করেন। মহিলার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করবেন বলেও জানিয়েছিলেন তিনি। তবে মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই নির্দল কাউন্সিলরকে গ্রেপ্তার করে।