shono
Advertisement

Breaking News

Usti

চকোলেটের লোভ দেখিয়ে খুড়তুতো বোনকে ধর্ষণ করে খুন! উস্তিতে গ্রেপ্তার 'গুণধর' দাদা

পুলিশি জেরায় অপরাধের কথা স্বীকার করেছে অভিযুক্ত।
Published By: Suhrid DasPosted: 06:56 PM Nov 17, 2025Updated: 06:56 PM Nov 17, 2025

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: নাবালিকা খুড়তুতো বোনকে চকোলেটের লোভ দেখিয়ে ডেকে প্রথমে ধর্ষণ! পরে তাকে 'খুন' করা হয়। ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেপ্তার হয়েছে ওই 'গুণধর" দাদা। ন্যক্কারজনক ওই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার কালিকাপোতার ফকিরপাড়ায়। ধৃতের নাম হাবিবুল্লা লস্কর।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি বেশ কয়েক দিন আগের। ওই এলাকার বাসিন্দা বছর আটেকের ওই শিশুকন্যা। বাড়ির কাছেই খেলতে গিয়ে সে নিখোঁজ হয়ে যায়। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজখবর করেও তার সন্ধান পায়নি। পুলিশে নিখোঁজ ডায়েরি করা হয়। পরদিন সকালে বাড়ির অদূরেই ওই নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়। তার একটি চোখ উপড়ানো ছিল! পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

বিভিন্ন জায়গায় খোঁজখবর করে পুলিশ জানতে পারে ওই নাবালিকাকে নিখোঁজ হওয়ার দিন তার খুড়তুতো দাদার সঙ্গে শেষবার দেখা গিয়েছিল। পুলিশ অভিযুক্ত তরুণের বাড়ির সামনে গিয়ে রক্তের দাগ দেখতে পান। এরপরেই ওই তরুণকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে বলেন, "পুলিশি জেরায় জঘন্য অপরাধের কথা স্বীকার করে নেয় অভিযুক্ত হাবিবুল্লা লস্কর। তাকে গ্রেপ্তার করে ডায়মন্ড হারবার এসিজেএম আদালতে পাঠানো হয়। আদালত অভিযুক্তকে সাতদিনের পুলিশ হেফাজতে পাঠায়।" তিনি আরও জানান, এমন নারকীয় অপরাধে অভিযুক্তের যাতে সর্বোচ্চ সাজা হয় তার চেষ্টা চলছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নাবালিকা খুড়তুতো বোনকে চকোলেটের লোভ দেখিয়ে ডেকে প্রথমে ধর্ষণ!
  • পরে তাকে 'খুন' করা হয়।
  • ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেপ্তার হয়েছে ওই 'গুণধর" দাদা।
Advertisement