shono
Advertisement
BSF

নজরে অশান্ত বাংলাদেশ, সাধারণতন্ত্র দিবসের আগে নিশ্ছিদ্র নিরাপত্তা সীমান্তে, চলছে নাকা চেকিং

কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না বিএসএফ।
Published By: Suhrid DasPosted: 03:51 PM Jan 25, 2025Updated: 03:51 PM Jan 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের সীমান্ত এলাকাগুলিতে আরও বাড়ল বিএসএফের নজরদারি। আগামিকাল দেশের সাধারণতন্ত্র দিবস। এদিকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ঠ উত্তপ্ত। সীমান্ত পেরিয়ে জঙ্গিদের এদেশে আসার আশঙ্কাও বাড়ছে। কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না বিএসএফ। রাজ্যের সীমান্তগুলিতেও আরও বাড়ানো হয়েছে নিরাপত্তা। জওয়াদের সংখ্যা বাড়ানো হয়েছে বলে খবর।

Advertisement

বনগাঁর পেট্রাপোল সীমান্ত দিয়ে চলাচল করা প্রতিটি গাড়িতে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দিয়ে চলছে তল্লাশি। কেবল পেট্রাপোলই নয়, ঘোজাডাঙা, হিলি, চ্যাংরাবান্ধা স্থল বন্দরগুলিতেও নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে। কোনওভাবে যাতে অনুপ্রবেশ না হতে পারে, সেদিকেও নজরদারি রয়েছে। গতকাল নদিয়ার কৃষ্ণগঞ্জ সীমান্ত এলাকায় মাটির নিচে পাওয়া গিয়েছে তিনটি বাঙ্কার। বিপুল পরিমাণ নিশিদ্ধ কফ সিরাপ উদ্ধার হয়েছে। পাচারকারীরা ওই এলাকায় সক্রিয়। এই অনুমান করে নদিয়ার সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে আরও নিরাপত্তা।

মালদহের সুখদেবপুরে কাঁটাতারবিহীন ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় দিন কয়েক আগেও উত্তেজনা দেখা দিয়েছিল। দুই বাংলার কৃষকদের মধ্যে বিবাদ দেখা দিয়েছিল। পরে বিএসএফ সেই বিবাদ মেটায়। তারপর থেকে সেই এলাকাতেও বেড়েছে কড়া নিরাপত্তা। কোচবিহারের মেখলিগঞ্জ সীমান্ত এলাকায় কাঁটাতার লাগানো নিয়ে বিএসএফ-বিজিবির মধ্যেও বিবাদ সামনে এসেছিল।

ওয়াকিবহাল মহলের মত, বাংলাদেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে সীমান্ত এলাকায় চাপ ক্রমাগত বাড়ছে। অতীতে এতটা কড়া নিরাপত্তা শেষ কবে দেখা গিয়েছে, তাই নিয়েও চর্চা চলছে। পেট্রাপোল সীমান্ত এলাকার ব্যবসায়ী বাপ্পা ঘোষ জানিয়েছেন, দীর্ঘ সময়ের মধ্যে এমন কড়া নিরাপত্তা দেখা যায়নি। এক মুহূর্ত ফাঁক রাখা হচ্ছে না। বিএসএফ জওয়ানদের সংখ্যাও বাড়ানো হয়েছে বলে খবর।

রাজ্যের সীমান্তে একাধিক জায়গায় এখনও কাঁটাতার নেই। প্রবল কুয়াশার কারণে পাচারকারীরাও কিছুটা সক্রিয় হয়েছে। নদিয়া, বনগাঁ, মালদহের সীমান্তে অতি সম্প্রতি একাধিক পাচার রুখেছে বিএসএফ। কিছু জায়গায় জওয়ানরা আক্রান্ত হয়েছেন। ফলে সেসব অরক্ষিত এলাকাতেও এবার থাকছে কড়া নজরদারি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামিকাল দেশের সাধারণতন্ত্র দিবস।
  • এদিকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ঠ উত্তপ্ত।
  • সীমান্ত পেরিয়ে জঙ্গিদের এদেশে আসার আশঙ্কাও বাড়ছে।
Advertisement