অরিজিৎ গুপ্ত, হাওড়া: পূর্ব রেলের হাওড়ার বার্ন স্ট্যান্ডার্ড কারখানায় আচমকাই লাগল আগুন। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ কারখানাটির একটি পরিত্যক্ত গুদামে আচমকাই আগুন লেগে আতঙ্ক ছড়ায়। যে কজন কর্মী ভিতরে কাজ করছিলেন তাঁরা বাইরে বেরিয়ে আসেন। খবর যায় দমকলে। দমকলের ৬টি ইঞ্জিন রাত পর্যন্ত কয়েক ঘন্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। তবে এতে কেউ হতাহত হয়নি। ঠিক কী থেকে আগুন লাগে তা খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা।
তবে প্রাথমিকভাবে দমকল সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় কারখানাটির একটি পরিত্যক্ত গুদাম থেকে গ্যাস কাটার দিয়ে লোহা কাটার কাজ চলছিল। ওই সময়ই আগুনের ফুলকি গুদামের মধ্যে রাখা কাঠ ও অন্যান্য আবর্জনার মধ্যে ছড়িয়ে পড়লে আগুন লেগে যায়। আগুনের জেরে ওই গুদামের অনেকটা অংশ পুড়ে ছাই হয়ে গিয়েছে। শীতকাল হওয়ায় হাওয়া দিতে থাকায় আগুন দ্রুত কারখানার অন্যত্র ছড়িয়ে পড়তে শুরু করে। তবে দমকলের চেষ্টায় বেশি দূর ছড়াতে পারেনি আগুন। আগুন লাগার খবর পেয়ে এদিন ঘটনাস্থলে ছুটে যায় হাওড়া থানার পুলিশও।
প্রসঙ্গত, হাওড়ায় পূর্ব রেলের এই বার্ন স্ট্যান্ডার্ড কারখানাটি দীর্ঘদিন বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। এই কারখানা থেকেই একসময় রেলের যাবতীয় সরঞ্জাম তৈরি হত। দীর্ঘদিন বন্ধ অবস্থায় পড়ে থেকে বর্তমানে এর একটি বড় অংশ পরিত্যক্ত হয়ে রয়েছে। তবে এদিন কারখানার ভিতরে কী কাজ হচ্ছিল? কেনই বা আচমকা কারখানায় আগুন লাগল সেই প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই। এ ব্যাপারে কর্তৃপক্ষ অবশ্য মুখ খুলতে চায়নি।