shono
Advertisement

শ্রমিক নিয়োগ ঘিরে শিলিগুড়িতে INTTUC’র বিক্ষোভ, চলল গুলি, লাঠিচার্জ পুলিশের

শিলিগুড়ির টি পার্কের নিরাপত্তারক্ষীরা গুলি চালায় বলে অভিযোগ।
Posted: 02:56 PM Feb 04, 2021Updated: 02:56 PM Feb 04, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মী নিয়োগ নিয়ে অশান্তির জের। শিলিগুড়ির টি পার্কের কাছে আইএনটিটিইউসি’র (INTTUC) বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার। বিক্ষোভকারীরা ওই টি পার্কে ব্যাপক ভাঙচুর চালায়। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তারক্ষীরা চার রাউন্ড গুলি চালায়। পুলিশও লাঠিচার্জ করে। বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। তবে এখনও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।

Advertisement

শিলিগুড়ির টি পার্ক এলাকায় একটি বেসরকারি সংস্থায় নিয়োগ চলছে। তা নিয়ে অশান্তি দীর্ঘদিনের। এলাকাবাসীর দাবি, স্থানীয়দের প্রথমে ওই সংস্থায় কাজের সুযোগ করে দিতে হবে। ওই বেসরকারি সংস্থার দাবি, নির্দিষ্ট নিয়মানুযায়ী নিয়োগ করছেন তাঁরা। তবে সে কথায় আমল দিতে নারাজ বিক্ষোভকারীরা। অভিযোগ, বৃহস্পতিবার সকাল থেকে ওই বেসরকারি সংস্থার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন আইএনটিটিইউসি’র কর্মী-সমর্থকরা। ওই বেসরকারি সংস্থার কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেয়। তবে তাতে রাজি হননি বিক্ষোভকারীরা। অভিযোগ, সংস্থার কার্যালয়ে ঢুকে ব্যাপক ভাঙচুর চালাতে থাকে তারা। ওই সংস্থার কয়েক লক্ষ টাকার সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই দাবি কর্তৃপক্ষের। 

[আরও পড়ুন: অ্যাকাউন্ট ট্রান্সফারের নামে প্রতারণা, টাকার বদলে এ কী পেলেন সাইবার ক্যাফের মালিক!]

বিক্ষোভের জেরে পরিস্থিতি ক্রমশই বেগতিক হতে থাকে।  খবর দেওয়া হয় পুলিশে (Police)। তবে অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই সংস্থার নিরাপত্তারক্ষীরা চার রাউন্ড গুলি চালায়। তাতেই ছত্রভঙ্গ হয়ে যায় বিক্ষোভকারীরা। ইতিমধ্যেই ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী পৌঁছয়। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। তবে নিরাপত্তারক্ষীরা গুলি চালানোর কথা অস্বীকার করেছে। বিক্ষোভকারীদের দাবি, এর আগেও একাধিকবার আলোচনায় বসার আশ্বাস দেন বেসরকারি সংস্থার শীর্ষ আধিকারিকরা। তবে কখনই আলোচনায় বসেননি তাঁরা। ধৈর্যের বাঁধ ভাঙার ফলে অশান্তি। সংস্থার তরফে আলোচনায় না বসার অভিযোগ অস্বীকার করেছে। আপাতত বিক্ষোভের পরিস্থিতি সামলানো গিয়েছে। তবে এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে।

[আরও পড়ুন: বিজেপিতে যাচ্ছেন মমতাবালা ঠাকুর? দলবদলের ‘প্রস্তাব’ প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন তৃণমূল সাংসদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement