shono
Advertisement

Breaking News

Chinsurah

'দ্রুত ফিরব ময়দানে', জন্মদিনে হাসপাতালের বেডে বসে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা পেয়ে 'চাঙ্গা' অসিত

বিধায়ককে দেখতে হাসপাতালে ভিড় অনুরাগীদের।
Published By: Subhankar PatraPosted: 11:46 AM Nov 14, 2025Updated: 01:06 PM Nov 14, 2025

সুমন করাতি, হুগলি: অসুস্থ হয়ে বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এদিকে আজ, শুক্রবার তাঁর জন্মদিন। হাতে পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো শুভেচ্ছাবার্তা। পাশাপাশি অসংখ্য অনুরাগী দেখা করতে আসছেন তাঁর সঙ্গে। অসিত কৃতজ্ঞতা প্রকাশ করে জানিয়েছেন, সুস্থ হয়ে দ্রুত ফের রাজনীতির ময়দানে নামবেন।

Advertisement

জানা গিয়েছে, দু'দিন আগে শারীরিক অসুস্থতা নিয়ে চুঁচুড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অসিত মজুমদার। আজ, শুক্রবার তাঁর জন্মদিন। এই দিনটায় হাসপাতালের বিছানায় কাটতে হচ্ছে তাঁকে। তা নিয়ে আক্ষেপ অনুরাগীদের। দ্রুত সুস্থতা কামনা করে, অসিতের সঙ্গে দেখা করার জন্য হাসপাতালে ভিড় করছেন তাঁরা। এদিকে মুখ্যমন্ত্রীর লেখা শুভেচ্ছা বার্তা এসে পৌঁছেছে অসিতের কাছে। সেখানে লেখা, 'তোমার জন্মদিনে জানাই আমার আন্তরিক প্রীতিশুভেচ্ছা। পরিবার পরিজন নিয়ে সবাই ভালো থেকো।' অসিত বলেন, "এখন হাসপাতালে থাকতে হবে। শরীর একটু ঠিক হলেই চিকিৎসকরা ছেড়ে দেবেন বলেছেন। আগে তো শরীর। তারপর ফের নামব ময়দানে।"

এক অনুরাগী জানান, "দুই দিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন দাদা। রক্তচাপ কমে গিয়েছে। এছাড়াও একাধিক সমস্যা রয়েছে। আজ, জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছি।" আরও এক অনুরাগী রত্না অধিকারী বলেন, "জন্মদিনের দিন দাদাকে হাসপাতালের বেডে দেখে খারাপ লাগছে। দ্রুত আরোগ্য কামনা করছি। দেখা করে এলাম। কথা বলেছেন।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অসুস্থ হয়ে বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার।
  • এদিকে আজ, শুক্রবার তাঁর জন্মদিন। হাতে পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো শুভেচ্ছা বার্তা।
  • পাশাপাশি অসংখ্য অনুরাগী দেখা করতে আসছেন তাঁর সঙ্গে।
Advertisement