shono
Advertisement
Cooch Behar

নজরে বিধানসভা নির্বাচন, নাগরিকদের অভিযোগ শুনতে কোচবিহারে শুরু হচ্ছে 'টক টু চেয়ারম্যান'

কী জানালেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ?
Published By: Tiyasha SarkarPosted: 12:11 PM Nov 12, 2025Updated: 12:15 PM Nov 12, 2025

বিক্রম রায়, কোচবিহার: নাগরিক সমস্যা জানতে 'টক টু মেয়র' ধাঁচে কোচবিহারে শুরু হচ্ছে 'টক টু চেয়ারম্যান'। ফোনেই যাবতীয় সমস্যার কথা জানাতে পারবেন বাসিন্দারা। পাশাপাশি কোচবিহার পুরসভায় কমপ্লেন বক্স রাখা হবে বলেও জানালেন চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। 

Advertisement

সামনেই বিধানসভা নির্বাচন। রণকৌশল ঠিক করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে সকল রাজনৈতিক দল। তৃণমূলও চাইছে কোথাও কোনও ভুল-ত্রুটি থেকে থাকলে তা জেনে সংশোধন করে নিতে। সেই কারণেই আমজনতার কাছ থেকে সরাসরি তাঁদের সমস্যার কথা জানতে চাইছেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। তাই কমপ্লেন বক্স ও 'টক টু মেয়র' চালুর ভাবনা। রবীন্দ্রনাথবাবু জানান, আমজনতার কোথায় সমস্যা, কী সমস্যা, তা এবার ফোন করে সরাসরি জানাতে পারবেন নাগরিকরা। এছাড়া কোচবিহার পুরসভার বাইরে রাখা হবে কমপ্লেন বক্স। সেখানে লিখিত অভিযোগ জমা দিতে পারবেন পুরসভা এলাকার বাসিন্দারা। অভিযোগ পাওয়ামাত্রই পদক্ষেপ করবে পুরসভা। 

প্রসঙ্গত, দীর্ঘদিন আগে কলকাতায় 'টক টু মেয়র' শুরু করেছিলেন ফিরহাদ হাকিম। সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে কলকাতা পুরসভা এলাকার বাসিন্দাদের সমস্যা সরাসরি শোনেন মেয়র। সঙ্গে সঙ্গে সমাধানের ব্যবস্থাও করেন। সেই ধাঁচেই এবার কোচবিহারে শুরু হচ্ছে  'টক টু চেয়ারম্যান'। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নাগরিক সমস্যা জানতে 'টক টু মেয়র' ধাঁচে কোচবিহারে শুরু হচ্ছে 'টক টু চেয়ারম্যান'। ফোনেই যাবতীয় সমস্যার কথা জানাতে পারবেন বাসিন্দারা।
  • পাশাপাশি কোচবিহার পুরসভায় কমপ্লেন বক্স রাখা হবে বলেও জানালেন চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। 
Advertisement