shono
Advertisement

বিলিতির চাপে কোণঠাসা দেশি, রাজ্যে মদ বিক্রি কমেছে মাসে ১ কোটি লিটার

রাজ্যে প্রতি মাসে গড়ে ৪ কোটি লিটার দেশি মদ বিক্রি হত।
Posted: 12:00 PM Aug 18, 2022Updated: 12:01 PM Aug 18, 2022

স্টাফ রিপোর্টার: বিলিতির চাপে কোণঠাসা দেশি মদ! মাত্র কুড়ি-তিরিশ টাকা বেশি দিলেই মিলছে বিয়ার ও কম অ্যালকোহলযুক্ত বিলিতি মদ। তাই অনেকেই দেশি থেকে বিদেশি মদে ঝুঁকছেন। ফলে রেকর্ড বিক্রি কমল দেশি মদের।

Advertisement

আগে রাজ্যে প্রতি মাসে গড়ে চার কোটি লিটার দেশি মদ বিক্রি হত। সম্প্রতি, তা কমে দাঁড়িয়েছে ৩ থেকে ৩.২ কোটি লিটার। অর্থাৎ মাসিক বিক্রি কমেছে প্রায় ১ কোটি লিটার। আবগারি দপ্তরের অফিসারদের পর্যবেক্ষণ, বিদেশি মদের শেষ বার দাম কমেছে গত বছরের শেষে। এখন দেশি বা বাংলা মদ মেলে ১২০ টাকাতে। মাত্র কুড়ি-তিরিশ টাকা বেশি দিলেই মিলছে বিয়ার বা ফিফটি ফিফটি ডিগ্রি বিদেশি মদ। যাতে অ্যালকোহলের মাত্রা অনেকটাই কম।

[আরও পড়ুন: ‘পড়ুয়াদের কাছে জনপ্রিয় সুকন্যা’, TET বিতর্কের মাঝেই দাবি বোলপুরের প্রাথমিক স্কুলের শিক্ষকের]

ফলে স্বাস্থ্যের কথা ভেবেও অনেকে একটু বেশি খরচ করে বিলিতিতে ঝুঁকছেন। এমনটাই মনে করছেন আবগারি শিল্পের বিশেষজ্ঞরা। যদিও দেশি মদ বিক্রি কমে যাওয়ায় রাজ্যের ভাঁড়ারে সেই অর্থে টান পড়েনি। কারণ, বিলিতির বিক্রি বেড়েছে। আবগারি দপ্তর সূত্রের খবর, চলতি অর্থবর্ষে এপ্রিল, থেকে জুলাই, আবগারি শুল্ক আদায় হয়েছে প্রায় ৫ হাজার কোটি টাকা।

এই হারে শুল্ক আদায় হলে অর্থবর্ষের শেষে আবগারি শুল্ক প্রায় ১৬ হাজার ৫০০ কোটি টাকায় পৌঁছে যাবে। যা গত বছরের তুলনায় প্রায় দেড় হাজার কোটি টাকা বেশি। এমনই ইঙ্গিত আধিকারিকদের। তাঁদের ব্যাখ্যা, রাজ্যে ডিস্ট্রিবিউটরদের যে দামে মদ বিক্রি করা হয় (ডিক্লেয়ার্ড প্রাইস) তাতে পরিবর্তন হওয়ায় সামান্য বাড়তে পারে বেশ কিছু মদের দাম।

[আরও পড়ুন: অনুব্রতকন্যা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা, জানতেনই না রাজ্যের শিক্ষামন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement