সুমন করাতি, হুগলি: ছাব্বিশে বিধানসভা নির্বাচন। স্বাভাবিকভাবেই নিজেদের মতো করে ঘুঁটি সাজাচ্ছে সব দল। পিছিয়ে নেই বামেরাও। যদিও হারানো ভোট ফিরে পাবেন কি না, তা নিয়ে সন্দিহান দলের নেতারাই। এই পরিস্থিতিতে বামেদের অক্সিজেন জোগালো পাণ্ডুয়ার শ্রীরামবাটি সমবায় সমিতির নির্বাচনের ফল। সেখানে ১১-১ আসনে জয়ী সিপিএম। এই ফল 'শূন্য' লালপার্টির কর্মীদের যে অনেকটা চাঙ্গা করল, তা বলাই বাহুল্য।
দশ বছর পর ভোট হয়েছে পাণ্ডয়ার শ্রীরামবাটি সমবায়ে। বিগত এই দশ বছর তৃণমূলেরই দখলে ছিল সমবায়টি। এবার তা কার্যত ছিনিয়ে দিল লালপার্টি। ১১ টি আসনে জয়ী সিপিআইএম সমর্থিত প্রার্থীরা। ফল প্রসঙ্গে পাণ্ডুয়ার প্রাক্তন বিধায়ক আমজাদ হোসেন বলেন, "চার মাস আগে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু তৃণমূল করতে দেয়নি। ওরা জানতো তাদের উপর মানুষের ভরসা নেই। দশ বছর ধরে তৃণমূল এই সমবায় দখল করেছিল। সমবায়কে লুট করেছে। এই সমবায়কে দুর্নীতি মুক্ত করতে বাম প্রার্থীদের ভোট দিয়েছে ক্ষেতমজুর, কৃষক, বরগাদার, পাট্টাদাররা। পরিবর্তন হচ্ছে, এবার তা স্পষ্ট।" এই জয় আগামীদিনের বড় লড়াইয়ের প্রস্তুতি বলেই মন্তব্য করেন তিনি।
এপ্রসঙ্গে পাণ্ডুয়ার ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি সঞ্জয় ঘোষ বলেন, "কেন এমন ফল হল তা তদন্ত করে দেখা হবে। ইতিমধ্যেই দলের উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে। সমবায়ে কারা প্রার্থী হবে তা বর্তমান ব্লক সভাপতি ঠিক করেছিলেন। কোথায়ও সমন্বের অভাব আছে তা নিয়ে দলে আলোচনা হবে। মুখ্যমন্ত্রীর এত উন্নয়নের কাজ সত্ত্বেও মানুষ কেন মুখ ফিরিয়ে নিল তা দেখতে হবে।"
